রাজ্য

বিস্ময় বালক —- রেয়াংশু রাউত-


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২৪শে জুলাই:– কলকাতা মাতিয়ে দিয়েছে রেয়াংশ রাউত নামে একটি দশ বছরের বাচ্চা। যে বয়সে একটা বাচ্চা ছেলে খেলাধূলো ,পড়াশোনা ,স্কুলে যাওয়া বা মায়ের কাছে নানা রকমারী খাবার রান্না করে দেবার জন্য আবদার করে সেই দশ বছরের রেয়াংশু এসব কিছু করে না, সে সবাই কে অবাক করে জ্যোতির্বিজ্ঞান এর উপর একটা ব ই লিখে ফেলেছে।শুনতে অবাক লাগলেও ” দ্য ইউনিভার্স পাস্ট, প্রেজেন্ট , দ্য ফিউচার” নামে আস্ত একটা পুস্তক লিখে ফেলেছে যার প্রতি পাতায় পাতায় রয়েছে জ্যোতির্বিজ্ঞান এর সুগভীর ছাপ। আর এই বইতেই মেতে রয়েছে আপামর কলকাতা বাসী।

রেয়াংশ রাউত তার লেখায় বিগ ব্যাং তত্ত্ব এবং সময় প্রসারন তত্ত্বের উপর জোর দিয়েছে তার লেখায়। তার লেখায় তারাদের জীবনচক্র, সৌরজগৎ, ডার্ক এনার্জি থেকে শুরু করে নিউটন- আইনস্টাইন এর চিন্তাগত পার্থক্য ইত্যাদি বহু বিষয় তার লেখায় উঠে এসেছে। পরিবার সুত্রে জানা গেছে মাত্র পাঁচ বছর বয়স থেকেই আকাশের নানা কারসাজি তাকে মুগ্ধ করতো। সে নিজেই জানিয়েছে আকাশের ঐ ছোট্ট ছোট্ট বিন্দু গুলো আসলে কি?? সে জানতে চাইতো তারাভরা আকাশের নীচে ঠিক কোনখানে সে আছে?এই সব প্রশ্নের উত্তর পেতে সে জ্যোতির্বিজ্ঞান নানারকম বই পড়তে শুরু করে এবং সাত বছর বয়সে সে ঠিক করে নেয় এই বিষয়ের উপর সে একটা ব ই লিখবে।তার কথায় জানা যায় যে মানুষ যত বিজ্ঞান,অঙ্ক ,তথ্যপ্রযুক্তি ও স্পেস নিয়ে জানবে তত মানুষ উন্নততর সভ্যতার দিকে এগিয়ে যাবে। আর এই সবের জন্য গ্লোবাল ওয়ার্মিং ,বন্যা ইত্যাদি পৃথিবী ধ্বংসকারী সর্বনাশের হাত থেকেও বাঁচতে পারা যাবে। রেয়াংশ এর মা অতি গর্বের সাথে ছেলে সম্বন্ধে জানিয়েছেন যে ছেলে অত্যন্ত ছোট বয়স থেকে কঠিন কঠিন বিষয়ে কথাবার্তা বলতে ভালোবাসে। অনেক বড়ো বড়ো পদার্থবিদদের সঙ্গে সচ্ছন্দে কথা বলে যায় ঘন্টার পর ঘন্টা। মাত্র দশ বছরের একটা বাচ্চার বই প্রকাশ হতেই আমাজনে হৈচৈ পড়ে গেছে বই টা কেনার জন্য। যারা পড়েছেন তাঁরা বিস্ময়ে অভিভূত এই বিস্ময় বালকের লেখা পড়ে আবার এক কথায় কেউ কেউ বলেছেন অসাধারন। এসব কথাতে অবশ্য রেয়াংশু ভেসে যায়নি কারণ সে এখন ব্যস্ত তার দ্বিতীয় বই লেখার জন্য এবং সেটা হবে একটা অঙ্কের বই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।