রাজ্য

ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় নিহত পরিবারের বাড়িতে DYFI রাজ্য নেতৃত্ব।


মিতা দত্ত: চিন্তন নিউজ:১৮ই জানুয়ারি:–  ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সাথে দেখা করলেন ডিওয়াইএফ‌আই রাজ্য নেতৃত্ব,‌ এদিন তাঁরা দেখা করলেন  — ৬ থেকে ৭ বছরের দুই পুত্র সন্তান এবং তিন মাসের কন্যা সন্তানকে  রেখে চলে গেলেন কোচবিহার জেলার দেওয়ানবশ গ্রামের সুভাষ রায়। তিন মাসের কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরেও তার কন্যাকে একবার চোখের দেখা দেখতে পাননি কারণ কাজের সূত্র ধরে ছয় মাস রাজস্থানের জয়পুর কেবল্ লাইনে কাজ করতেন কোচবিহার জেলার সুভাষ রায়।

অপরদিকে অভিজিৎ মন্ডল এর রিপোর্ট–   সম্রাট কারজী, যার বয়স ১৭ বছর বয়স মার্বেলের কাজে রাজস্থানের জয়পুর গিয়েছিল বাড়িতে এক ভাই আর মা-বাবা রয়েছে কোচবিহার জেলার মধুপুর গ্রাম পঞ্চায়েতে কালপানি গ্রামে সম্রাট কারজীর   বাড়ি।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।