সৌভিক ব্যানার্জি:- চিন্তন নিউজ:২২শে ডিসেম্বর:– ভারতের ছাত্র ফেডারেশনের অর্ধশতকে সামনে রেখে এসএফআই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির উদ্যোগে শ্রীমানি মার্কেট সংলগ্ন পেট্রিয়োটিক লাইব্রেরীতে কমরেড সুদীপ্ত গুপ্ত স্মরণে কলকাতার বুকে প্রথম বুক ব্যাঙ্কের উদ্বোধন হলো। উদ্বোধন করেন এসএফআই পশ্চিমব্ঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য্য। এছাড়াও এসএফআই এর অর্ধশতককে সামনে রেখে আলোচনা সভা হয়। আলোচনা সভার বিষয়বস্তু ছিল- ক্যাম্পাস থেকে রাজপথ, লড়াইয়ের রূপকথা রচনার অর্ধশতক । সৃজন ভট্টাচার্য্য ছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই কলকাতা জেলার সভাপতি কমরেড অর্জুন রায়, এসএফআই কলকাতা জেলার প্রাক্তন সভাপতি কমরেড বিকাশ ঝা সহ বিদ্যাসাগর আঞ্চলিকের নেতৃত্ববৃন্দ।
