রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:২৮শে মার্চ:–পুরুলিয়া জেলার বলরামপুর থানার ভাঙ্গিডি গ্ৰামে গাছের ডালে কোয়ারান্টাইন। চেন্নাই ফেরত সাত যুবক ঘরে না গিয়ে গাছের ডালে খাটিয়া তুলে থাকা শুরু করেছেন। ১৪ দিন সেখানেই থাকবেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে ফেরার পর বাড়িতে আলাদা থাকার জায়গা না থাকাতেই এই ব্যবস্থা নিয়েছেন ওই ৭জন। আরও জানা গিয়েছে, বালরামপুরের গেঁড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ওই গ্রামে হাতির উপদ্রব থাকায় গোটা বছর হাতি তাড়ানোর জন্য গাছের উপর মাচা করে রাখে বাসিন্দারা। সেখানেই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে চেন্নাই ফেরত ওই ৭ শ্রমিক।