জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-দেবারতি বাসুলীঃ- ডি ওয়াই এফ আই কানাইপুর-নবগ্রাম আঞ্চলিক সম্মেলন থেকে নবনির্বাচিত সভাপতি কমরেড শুভাশিস নস্কর এবং নবনির্বাচিত সম্পাদক কমরেড জয়দীপ মুখার্জি।

আনন্দ পুরষ্কার প্রাপ্ত বিখ্যাত লেখক মিহির সেনগুপ্ত আজ সন্ধ্যায় প্রয়াত হন। বৈতালিক পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে।

শিক্ষা হোক সকলের বিকল্পের পাঠশালা, শিমুরালী এস এফ আই ইউনিট আজ তৃতীয় দিন।

সোমনাথ ঘোষঃ- চন্ডীতলা-১ ব্লকের শিয়াখালায় সন্ধিপুর (দক্ষিণ) বুথের চকতাজপুর কাঠুরেপাড়া ও দর্জিপাড়ায় এবং শিয়াখালা হরিসভা-পীরতলা বুথের হরিসভায় আজ ১৬ই জানুয়ারী’২০২২ বিকালে বাড়ি বাড়ি ঘুরে কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের সভ্য সংগ্রহ করা হল।

১০০ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত সন্ধিপুর (দক্ষিণ) বুথে আজও কর্মসুচীতে অংশ নেন কিশোর ভট্টাচার্য্য, শুকদেব দাস, লোকনাথ ঘোষ, বিশ্বজিৎ মাজি, রঘুনাথ ঘোষ প্রমুখ।
শিয়াখালা হরিসভা-পীরতলা বুথে সংগ্রহে অংশ নেন তপন ব্যানার্জী, সমীর মুখার্জী (বাবলু), বিশ্বজিৎ চ্যাটার্জী (বুবাই), বিশ্বরূপ ব্যানার্জী (টুকুন), অধীর চ্যাটার্জী প্রমুখ।

আজ দুই বুথে মোট ১০ জন কর্মী অংশ‌ নেন এবং উভয় সংগঠনের মিলিয়ে মোট ২৫৯ জনের সভ্যচাঁদা ও সংগ্রাম তহবিলে ২০০ টাকা সংগ্রহ হয়। গ্রামের মানুষ এগিয়ে এসে কেন্দ্র ও রাজ্যে তৃণমূল – বিজেপি’র শাসনকালে তাদের জীবন যন্ত্রনার নানা দিক তুলে ধরেন। রাজ্যে বামপন্থীদের আবার ফিরিয়ে আনা দরকার বলে অভিমত প্রকাশ করে কোভিড পরিস্থিতিতে পরিবারের আর্থিক দুর্দশার কথা জানিয়েও কর্মীদের হাতে সাগ্রহে সভ্যচাঁদা ও সাহায্য তুলে দেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।