রাজ্য

পাট্টাদারদের উচ্ছেদ করছে সরকার!!!বাঁকুড়ার শিমলাপালের ঘটনা


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:২৪শে এপ্রিল:- এই ভয়াবহ অস্থির সময়ে, যখন মানুষের অস্তিত্ব বিপন্ন। সেই অনিশ্চয়তার সুযোগ নিয়ে মামাটিমানুষ গাল ভরা নামের বাংলার সরকার মাটির (আমবাগান) অধিকার কেড়ে নিয়ে কিছু মানুষকে তাঁদের তৈরী সম্পদ থেকে তাঁদের উচ্ছেদের উদ‍্যোগ নিয়েছে। বাঁকুড়া জেলার সিমলাপাল পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত মন্ডলগ্রাম জিপির অধীন বামুনপাথরি মৌজায় ঐ গ্রামের মানুষজন সিপিআই(এম) এর উৎসাহে তাঁদের পাট্টা পাওয়া একটি জমিকে আমবাগানে পরিবর্তীত করে সদব‍্যাবহার ও সামাজিক সম্পদ সৃষ্টি করেছিলেন।

গত বেশ কিছুদিন যাবৎ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার অঙ্গুলি হেলনে ঐ পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও ঐ জিপির প্রধানকে সামনে রেখে বাগান পরিচর্যার কাজে রত চাষীদের ক্রমাগত হুমকি দিচ্ছিলেন এবং কাজ বন্ধ করার জন‍্য চাপ দিচ্ছিলেন। এই অবস্থায় এলাকার গণআন্দোলনের নেতৃত্বের উপদেশ ও সহযোগিতা নিয়ে ঐ পাট্টাদারেরা গত ০৭/২০১৯ এ খাতড়া আদালতে একটি টা,এস,৭/২০১৯ নম্বরের একটি মালিকানা সত্ব মামলা রুজু করেন। এই মামলায় বিবাদী করেন পঞ্চায়েত এর প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও মহাশয়কে। আদালত মামলা গ্রহন করে তিনজনের বিরুদ্ধে কারন দর্শাতে বলে জবাবদিহির বিজ্ঞপ্তি জারি করেন। ইতিমধ্যে সভাপতি(পঃসঃ) এবং গ্রাম পঞ্চায়েত প্রধান ঐ বিজ্ঞপ্তির উত্ত‍র দিলেও বিডিও মহাশয় বিভিন্ন অজুহাতে দিন নিয়ে যাচ্ছেন বা জবাব দিচ্ছেন না।

এই অবস্থার মধ‍্যেই লকডাউন চলাকালীন ঐ পাট্টাদারদের বাগানে অনুপস্থিতির সুযোগে গতকাল পাট্টাদারদের উচ্ছেদ করার জন‍্য বিডিও উদ‍্যোগী হয়ে পুলিশ পাঠিয়ে উপস্থিত কর্মরত পাট্টাদারদের হুমকি দেয়। এই ঘটনার প্রতিবাদে এবং বাগান রক্ষার স্বার্থে চাষীরা ঐক‍্যবদ্ধ হয়ে লকডাউন জনিত স্বাস্থবিধি মেনেই বাগানে বসে বিক্ষোভ প্রদর্শন ও বাগান পাহাড়া দেবার সিদ্ধান্ত গ্রহন করেছেন। তাঁরা জানিয়েছেন কোন অবস্থাতেই তাঁরা তাঁদের অর্জিত অধিকার ও সম্পদ লূঠ হতে দেবেন না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।