রাজ্য

বাংলায় রাজ্যপাল কে হ’তে চলেছেন*


মল্লিকা গাঙ্গুলি:চিন্তন নিউজ:২৭শে জুন:–
পশ্চিমবঙ্গ প্রশাসনের বর্তমান সর্বোচ্চ পদাধিকারী মাননীয় কেশরীনাথ ত্রিপাঠী গত ২০১৪ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করেন। ২০১৯ সালের আগামী জুলাই মাসে তাঁর কার্যকালের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হতে চলেছে। ভারতীয় সংসদীয় গনতন্ত্রের নিয়মানুযায়ী কেন্দ্র সরকার ইচ্ছা করলে যেকোনো রাজ্যের রাজ্যাপালের কার্যকালের মেয়াদ বাড়াতে পারে। কিন্তু এই রাজ্যে গত লোকসভা নির্বাচনের পর থেকে যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে তা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ বিষয়ে মন্ত্রক বারবার রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করেছে। এখনও পশ্চিম বঙ্গের পরিবেশ শান্তিপূর্ণ নয়। আর এই অবস্থাতেই বাংলার রাজ্যপালের কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হওয়ায় স্বরাষ্ট্র দপ্তর ও যথেষ্ট চিন্তিত। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী কে পুনর্নিয়োগ করা হবে না বরং নতুন কাউকে বাংলার রাজ্যপাল করা হবে। সূত্রের খবর, এখনও নব নিযুক্ত রাজ্যপালের নাম চূড়ান্ত না হলেও মন্ত্রক এ বিষয়ে যথেষ্ট তৎপর। খুব শীঘ্রই বঙ্গের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি রাজ্যের নতুন রাজ্যপাল কে হ’তে চলেছেন এই বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন। আর মাত্র এক মাস পর আগামী জুলাই মাসেই কেন্দ্রের বিজেপি সরকারের হাত ধরে আসতে চলেছেন পশ্চিম বাংলার নতুন রাজ্যপাল! বঙ্গের সর্বোচ্চ পদাধিকারী সেই বিশিষ্ট ব্যক্তিত্ব কে হ’তে চলেছেন এটাই দেখার প্রতীক্ষা।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।