অনুপম মিশ্র: চিন্তন নিউজ:২২শে মে:- কেন্দ্র সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী আইন লাগু করার অপচেষ্টার প্রতিবাদে শুক্রবার ফারাক্কা এন টি পি সি (N T P C) কারখানার মূল গেটের সামনে শারীরিক দূরত্ব বিধি মেনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ফারাক্কা ব্লক সি আই টি ইউ -র কর্মীবৃন্দ।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি আই টি ইউ এর ফারাক্কা ব্লকের সম্পাদক কমঃ দিলিপ মিশ্র, সি আই টি ইউ এর ব্লক সভাপতি কমঃ অরুনময় দাস, এন টি পি সি – র ইউনিয়ন সম্পাদক কমঃ সুব্রত দাস, ঠিকা শ্রমিক ইউনিয়নের সম্পাদক কমঃ সন্দিপ বিশ্বাস সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মীরা। সভা থেকে কেন্দ্র সরকারের উদ্দেশ্যে অবিলম্বে এই কালা শ্রম আইন পরিবর্তনের দাবি রাখেন তারা। সি আই টি ইউ নেতৃত্বের কথায় অবিলম্বে কেন্দ্র সরকার শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়াগুলো মেনে না নিলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে এগোবে।