রাজ্য

ঊষা গাঙ্গুলী আর নেই


দেবী দাস:চিন্তন নিউজ:২৩শে এপ্রিল:-থেমে গেল ” মিট্টি কা গাড়ি “. ১৯৭০ এ এই নাটকে বসন্তসেনা ভূমিকা দিয়ে পথ চলা শুরু উষা গাঙ্গুলীর। সংগীত কলা মন্দির গোষ্ঠীর এই নাটক দিয়ে তার নাট্য জীবন শুরু তারপর ১৯৭৬ এ তার নিজস্ব দল ” রঙ্গকর্মী” তৈরি হয়। এর পর নাটকের সমুদ্রে ভেসে যাওয়া। রুদ্রপ্রসাদ , শ্যামানন্দ জালান, বিভাস চক্রবর্তী, শরদ শেঠ প্রমুখ নাটকের মানুষের সাথে তিনি কাজ করেছেন।

এই সৃজনশীল মানুষটির প্রচুর সৃষ্টির মধ্যে রয়েছে আষাঢ় কা একদিন, ভূমিজা , যযাতি, আধে অধুরে, মুদ্রারাক্ষস, রুদালী সহ বহু নাম । আর সম্মান পেয়েছেন অসংখ্য। দিল্লি সংগীত নাটক একাডেমী পুরস্কার, সফদার হাশমি পুরস্কার সহ রাজ্য সরকারের একাধিক পুরস্কার। আর সবচেয়ে বড় পুরস্কার জনগণ ও নাট্যকর্মীদের সম্মান ও ভালোবাসা ।

আগাগোড়া প্রগতিশীল সমাজতন্ত্রে বিশ্বাসী মানুষটি তার সৃজনে বারবার মানুষের জয়গান গেয়েছেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ- র একজন সদস্য। তাকে হারিয়ে নাট্যজগত তথা সংস্কৃতি দুনিয়ার অপূরণীয় ক্ষতি হল ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।