রাজ্য

জলপাইগুড়িতে হাতির দাঁত সহ গ্রেপ্তার দুই


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:, ২৯ জুলাই :- ১২ কেজি করে মোট ২৪ কেজি ওজনের দুটো হাতির দাঁত উদ্ধার করল বন দপ্তর গ্রেপ্তার দুজন। খবরে প্রকাশ, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জলপাইগুড়ি বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা এদিন হাতির দাঁত সহ দুই ব্যক্তিকে আটক করে তারা। গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন আলিপুরদুয়ার জেলার গোবিন্দ প্রধান। অন্যজন জলপাইগুড়ির বিকাশ লামা। হাতির দাঁতগুলি মালবাজার থেকে নেপালে পাচারের উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশন সূত্রে খবর, দুজন ব্যক্তি মালবাজার এলাকা থেকে হাতির দাঁত দুটি সিন্থেটিক প্যাকেটে জড়িয়ে নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বনকর্মীরা তাদেরকে আটকায় এবং উদ্ধার হয় ১২ কেজি করে মোট ২৪ কেজি ওজনের দুটি হাতির দাঁত। আজ অভিযুক্ত দুজনকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। সুত্রের খবর পাচারকারীদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানান হয়েছে আদালতে বনদপ্তরের পক্ষ থেকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।