চিন্তন নিউজঃ৩০শে জুলাই:- -দেবারতি বাসুলীঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা কমিটির বলাগড় জোনাল কমিটির সম্পাদক কমরেড অজিত রাউতের ৫২ বছর বয়সে আকস্মিক প্রয়াণ ঘটে। সদা হাস্য মুখ আমাদের সকলের প্রিয় অজিত রাউতের এভাবে চলে যাওয়া সংগঠনের বড় ক্ষতি। আজ তার স্মরণসভা সংগঠিত হয় তার বাসভবনে। জেলা সম্পাদক মন্ডলীর পক্ষে উপস্থিত ছিলেন সহ সম্পাদক জয়দেব ঘোষ ও সব্যসাচী চ্যাটার্জী। তার পরিবারের পক্ষে তার স্ত্রী ও দুই কন্যা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অজিত রাউতের বাল্যবন্ধু ও বলাগড় জোনালের সভাপতি সুভাষ সাধু, জেলা নেতৃত্ব পতিত পাবন পাল, বেচু রায়, রঞ্জিত মন্ডল,সাধন বিশ্বাস সহ গ্রামের তার গুণগ্রাহীরা। স্মরণসভায় স্মৃতিচারণ করেন জেলা কমিটির পক্ষে জয়দেব ঘোষ ,পতিত পাবন পাল, রঞ্জিত মন্ডল, গ্রামের মাধব রায়, পিতম্বর রায়, সুভাষ সাধু ও বেচু রায়। সকলেই এই অসহায় পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করে। আজ উত্তরপাড়া চক্রের প্রথম শিক্ষিকা কনভেনশন অনুষ্ঠিত হল। ৩৪-জন শিক্ষিকা এই সভায় যোগদান করেন, তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আলোচনা পরিচালনা করেন জেলা শিক্ষিকা কনভেনার কমঃ কাকলি হালদার বিশ্বাস। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা কমঃ জয়েশ্রী ভট্টাচার্য। শিক্ষক শিক্ষিকাদের প্রাপ্য বিভিন্ন ছুটির ওপর আলোচনা করেন চক্রের সভাপতি এহসান রসুল এবং সম্পাদিকা লিপি চ্যাটার্জ্জী । প্রশ্নোত্তর পর্বে শিক্ষিকারা বিপুল উৎসাহে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ শিক্ষক সমিতি হুগলি জেলা কমিটি যৌথ উদ্যোগে আজ জেলা শিক্ষা ভবন থেকে চেয়ারম্যান অফিস হয়ে পিপুলপাতিতে পার্থ চ্যাটার্জির কুশপুতুল পোড়ানো হয়। উপস্থিত ছিলেন এ বি পি টি এর সভাপতি মানস রঞ্জন ভঞ্জ, সম্পাদক কমল মল্লিক, এ বি টি এর জেলা সভাপতি দিলীপ মুখোপাধ্যায়,জেলা সম্পাদক গৌতম সরকার। এবিপিটিএ জেলা কোষাধ্যক্ষ অসীম কুমার পাল,সহ-সভাপতি শেখ হবিবুর রহমান, সন্দীপ রায়, জেলার প্রাক্তন সভাপতি সম্পাদক নরেন দে, সহ-সম্পাদক কাকলি বিশ্বাস,জয়দেব ঘোষ, জেলার প্রাক্তন কোষাধ্যক্ষ সোমনাথ চক্রবর্তী,সম্পাদক মন্ডলীর গোপাল দাস,বিমল পাখিরা, অভয় পাঠক,লিপি চ্যাটার্জি,অশোক কোলে,মনোজ সরকার, তনুশ্রী সাহা পাল, রবিন সাঁতরা এ বি টি এর রামপ্রসাদ হালদার, প্রিয়রঞ্জন ঘটক,রশিদা খাতুন,মিনতি নাগ। এবিপিটিএর সবুজ মুখার্জি, অরূপ কুমার দত্ত,দেবারতি বাসুলী, তারক ধারা, শ্যামাপ্রসাদ নাগ, সমীর চন্দ্র রায়,সৌমি ভট্টাচার্য্য,দেবশ্রী মোদক সহ জেলা ও জোন, চক্র নেতৃত্ব।
জয়দেব ঘোষঃ-আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা কমিটির গোঘাট ২ নং এর ৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হোলো.উপস্থিতি অন্যান্য চক্রের তুলনায় কম্ হলেও আলোচনা ভালো হয়েছে।উপস্থিত ছিলেন জেলা সভাপতি মানস রঞ্জন ভঞ্জ। উদ্বোধন করেন জেলা সম্পাদক মণ্ডলির অন্যতম সদস্য স্বপন মণ্ডল.নতুন সম্পাদক নির্বাচিত হয়েছেন দীনবন্ধু অধিকারী.সভাপতি নব নির্বাচিত হয়েছেন সবিতা বাড়ুই।