চিন্তন নিউজ ২১/১০/২৩:–অভিজিত ব্যানার্জী (বারুইপুর )উদ্বোধন হল বারুইপুর পশ্চিম- ১ এরিয়া কমিটির অন্তর্গত ১/১২ নং শাখার শারদীয় প্রগতীশীল বুক ষ্টল। চলবে লক্ষাপূজার দিন অবধি।বারুইপুর পশ্চিম ১ নং এরিয়া কমিটির অন্তর্গত ১১-১৭ নং শাখার, পার্টির শারদীয় পুস্তক বিপনীর উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা চন্দন সেন।
সুশান্ত ঘোষ:- সি পি আই এম সোনারপুর মধ্য এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সোনারপুর মোড় ও ঘাসিয়াড়া মোড়ে দুটি স্থানে আজ শারদীয়া বুক স্টলের উদ্বোধন করলেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি তুষার ঘোষ ।বক্তব্য রাখেন তুষার ঘোষ ,এরিয়া কমিটির সম্পাদক উদয়ন সরকার ,সোনারপুর মহা বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ গোকুল চন্দ্র দাস, দুলাল নস্কর । উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য সুশান্ত ঘোষ ,কাজল দে সহ এরিয়া কমিটির নেতৃবৃন্দ ও পার্টি কর্মী সমর্থক দরদী সাধারণ মানুষ ।
চন্দনা বাগচী (বাটা -মহেশতলা ):—
বাটা মহেশতলা এরিয়া অঞ্চলে ৫টি মার্কসীয় সাহিত্য ও শিশু সাহিত্য বিপনন কেন্দ্র উদ্বোধন করা হয়।