জেলা রাজ্য

ওরাও তো এই সমাজের অঙ্গ , পেটের জ্বালা ওদেরও আছে।


মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ:১৯শে এপ্রিল:-গতকাল শিলিগুড়িতে প্রাক্তন ছাত্র – যুব নেতা তথা বর্তমান শিলিগুড়ি মিনিসিপাল কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ কমরেড শংকর ঘোষ এর সহযোগিতায় এবং নিজেদের সাংগঠনিক সিদ্ধান্ত ও সীমিত ক্ষমতা অনুযায়ী বেশকিছু তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল শিলিগুড়ি এসএফআই এবং ডিওয়াইএফআই।

তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে সাধারণত সমাজ কিন্নর কিংবা হিজরে বলে চেনে, এই সমাজে মূলত তাদের আয়ের উৎস ট্রেনে কিংবা বস্তি এলাকায় হাতে তালি বাজিয়ে অর্থ সংগ্রহ করা গোদা বাংলায় বলা হলে বলতে হয় ভিক্ষে করা , আমাদের দেশ সম্পূর্ণটা তো আর কেরালা নয় যেখানে ইতিমধ্যেই দৃষ্টান্ত স্থাপন হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ আইএএস পাস করে আমলার দপ্তর সামলাচ্ছে , আজকের দিনে ভারতবর্ষের মধ্যে একমাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই এর কেরালা রাজ্য কমিটিতে তৃতীয় লিঙ্গের মানুষ রাজ্য কমিটির সদস্য হিসেবে আছেন , তৃতীয় লিঙ্গের মানুষরাও যে এই সমাজের অঙ্গ তাদেরকে তাদের প্রাপ্য সম্মান বামপন্থী ছাত্র যুব রাই দিতে জানে এটা ইতিমধ্যেই এদেশে দৃষ্টান্ত হিসেবে স্থাপিত হয়েছে।

সেই দৃষ্টান্তকে সাক্ষী হিসেবে সামনে রেখে শিলিগুড়ি এসএফআই – ডিওয়াইএফআই কিন্নরদের পাশে দাঁড়ানোর যেই বার্তা সমাজের সামনে তুলে ধরলেন তাতে শহর শিলিগুড়ির জাতি-ধর্ম-বর্ণ রাজনীতির ভেদাভেদ ভুলে প্রচুর মানুষ শুধু সমর্থন করেই থেমে থাকেননি কুর্ণিশ জানিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।