জেলা রাজ্য

দাসপুর২ ব্লক উন্নয়ন‌ আধিকারিকের কাছে ডেপুটেশন সিপিআই(এম) এর



সৌভিক ব্যানার্জি: চিন্তন নিউজ: ৯ই জুন:- আজকে সিপিঅাই(এম) গোপিগঞ্জ ও সোনাখালি এরিয়া কমিটির পক্ষ থেকে। দাসপুর২ ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। প্রথমে সোনখালি বাজার থেকে মিছিল করে বিডিও অফিস যাওয়া হয়। বিডিওকে ডেপুটেশন দেওয়ার পর সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সিপিঅাই(এম) এর পক্ষ থেকে নিম্নলিখিত দাবীগুলো বিডিও র কাছে তুলে ধরা হয় __
১)কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের 100 দিনের কাজে যুক্ত করার ক্ষেত্রে দলবাজি অযথা হয়রানি করা চলবে না, সবাইকে কাজ দিতে হবে।
২) আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে তৃণমূলের দলবাজি, দলীয় লোককে পাইয়ে দেওয়ার বিরুদ্ধে তথ্য সহ ব্যবস্থা গ্রহণের করতে হবে।
৩) ক্ষতিগ্রস্তদের চিহ্নিতকরণে প্রশাসনের টিমে বিরোধীদের কাউকে কেন রাখা হয়নি।
৩) কোয়ারেন্টাইন সেন্টার গুলোতে প্রশাসনের গঠিত টাক্সফোর্সের কোনো কার্যকারিতা না থাকা নিয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চূড়ান্ত অব্যবস্থা কথা তুলে ধরা হয়।
৪) ডেপুটেশনে স্কুলগুলোতে থাকা শ্রমিকদের বাদে নিজ বাড়ীতে, বিভিন্ন ক্লাব সংগঠন ও মাঠে কিংবা বিভিন্নভাবে যারা নিজ উদ্যোগে আছেন তাদের বিষয়ে ব্লক প্রশাসনের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।
৫) কৃষিকাজ 100 দিনের কাজের সাথে যুক্ত করতে হবে।
৬) প্রধানমন্ত্রী আবাস যোজনায় চরম দুর্নীতি, দলবাজি, তৃণমূলের দলীয় লোককে পাইয়ে দেওয়ার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭) কোয়ারেন্টাইন সেন্টারগুলোর বিদ্যুতের বিল মকুব অথবা সরকারকে বিল মেটাতে হবে।
৮) সরকারি খরচে নিজ বাড়িতে, অন্যান্য জায়গায় ও স্কুলগুলোতে যে শ্রমিকরা আছেন সেখানে স্যানিটাইজার এর কাজ করতে হবে।

উপস্থিত ছিলেন পার্টি নেতৃত্ব শান্তনু চক্রবর্তী , রঞ্জিত পাল , অজিত বুড়াই , শঙ্কর গোস্বামী স্বপন সাঁতরা সহ অন্যান্য নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।