জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: আবীর মুখার্জিঃ-খন্যান শারদীয় বুকস্টল উদ্বোধন করলেন কমরেড গৌরী শঙ্কর মুখার্জি। প্রথম পুস্তক টি তুলে দিলেন ছোট্ট কমরেড সৌরভ মুরমুর হাতে। উদ্ভোদনীঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম গৌরাঙ্গ বাহক, গোপাল চন্দ্র সাধুখাঁ, পার্থ ঘোষ, সলিল আদক, কোহিনুর বিবি,মিনতি সাহু,খোকন বাউলদাস, সহ অন্যান্য সংগঠক ও কর্মীরা।

রোহিত রায়ঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) মানকুন্ডু তেলিনিপাড়া এরিয়া কমিটির পক্ষ থেকে শারদীয় উৎসবের মার্কসীয় ও চিরায়ত প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রের আজ থেকে শুভারম্ভ ঘটলো চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত পালপাড়া অঞ্চল এবং বাবুবাজার অঞ্চলে।

পার্থ শীলঃ-আমরা চাকুরী বিক্রি করি না, হ্যাঁ আমরা ” বই ” বিক্রি করি-শেওড়াফুলি – বৈদ্যবাটী এরিয়া কমিটির ১নং নবগ্রাম শাখার উদ্যোগে মার্কসীয় শারদীয়ার পুস্তক বিক্রয় কেন্দ্র।

সৈকত শোঁঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)ব্যান্ডেল কোদালিয়া এরিয়া কমিটির উদ্যোগ
আজ মাকসীয় প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।প্রতিবছরের ন্যায় এবারও এই উদ্বোধন অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম ঘটেছিল।
উদ্বোধন করলেন কমরেড আশুতোষ মুখোপাধ্যায়। উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ নেতা কমরেড অশোক ঘোষ ,জেলা কমিটির সদস্য সৈকত শোঁ। আরো উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক মধুসূদন চক্রবর্তী,অজিত কর্মকার,মৃন্ময় দে ,রতন সেন,সুদীপ তরফদার
অমল মিস্ত্রি, সোমনাথ কর,
অমিত ঘোষ ,
শান্তা মুখার্জী ,চন্দন সিং,সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি
ছিলেন জেলা কমিটির সদস্য কম মলয় সরকার।

সুভাষ পাল সুভাষঃ-উদ্বোধন হলো সি পি আই (এম )তারকেশ্বর ১নং এরিয়া কমিটির শারদীয়া মার্কসীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর তরুণ মন্ডল উপস্থিত ছিলেন সি পি আই (এম ) হুগলী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড স্নেহাশিষ রায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।