জেলা

লোকালয়ে পুকুরে হাঁস খেতে এসে পাকরাও অজগর।


দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ:১২ জুন,২০২৪:- জলপাইগুড়ির বারোপাটিয়ার বসুনিয়াপাড়া এলাকায় লোকালয়ে বুধবার একটি  পুকুরে হাঁস খেতে এসে ধরা পড়ল অজগর। জানা যায় বুধবার এক গ্রামবাসীর বাড়ির পাশের পুকুরে হঠাৎই স্থানীয়দের চোখে পড়ে একটি বিশাল আকৃতির অজগর পুকুরে একটি হাঁস  খাচ্ছিল।

ঘটনাটি   জানাজানি হতেই স্থানীয়রা ভীড় জমান এবং তারা অজগরটিকে সবাই মিলে নানাভাবে ধরার চেষ্টা করা। কিন্তু পুকুরে অনেক জল থাকায় অজগর টিকে ধরতে পারেনি। শেষে পাম্পসেট মেশিন লাগিয়ে পুকুরের জল অন্যত্র ফেলে দিয়ে অজগর টিকে ধরতে সক্ষম হয় গ্রামবাসীরা। তারপর তারা খবর দেয় বন দপ্তরকে। পরে অবশ্য এদিন  দুপুর নাগাদ বনকর্মীরা এসে অজগর টিকে উদ্ধার করে নিয়ে যান জলপাইগুড়ির জেলা কোপা রেঞ্জের বন কর্মীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।