চিন্তন নিউজ, ২১অক্টোবর ২০২৩:- সংবাদ দাতা– সাজিদ হোসেন:- পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ পঃ এরিয়া কমিটির উদ্যোগে শারদ উৎসব উপলক্ষ্যে আয়োজিত মার্কসীয় সাহিত্য ও প্রগতিশীল পত্র-পত্রিকার স্টলে উপস্থিত আছেন মহিলা সমিতি ও পার্টি নেতৃত্ব ৯০ বছর বয়স্ক মহারানী কোঙার।স্টল উদ্বোধন করেন সুকান্ত কোঙার, উপস্থিত ছিলেন অভিজিৎ কোঙার,সনৎ ব্যানার্জি, প্রশান্ত কোঙার,পিযূষ বিশ্বাস সহ পার্টির অন্যান্য সদস্যগন।
সংবাদদাতা কল্পনা গুপ্ত:- শারদোৎসব উপলক্ষ্যে সি.পি.আই(এম) , মন্তেশ্বর এরিয়া কমিটির এর উদ্যোগে কুসুমগ্রাম বাজারে মার্কসীয় বুক স্টলের উদ্বোধন করেন জেলাসম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য অশেষ কোনার।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীন পার্টি নেতা হেদায়েতুল্লাহ,এরিয়া কমিটির সদস্য ধনঞ্জয় সামন্ত,আবু তাহের সেখ, সৌমেন ভট্টাচার্য,রূবেন রায়, ফিরোজ সেখ প্রমুখ।
সি.পি.আই(এম) এর উদ্যোগে মেমারী-২ ব্লক এর সাতগেছিয়ায় শারদোৎসব উপলক্ষে মার্কসীয় বুক স্টলের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য তাপস চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন মেরারী-২ এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু সহ এরিয়া কমিটির নেতৃত্ব ও অন্যান্য নেতৃত্ব।
CPI(M) বর্ধমান সদর ১ এরিয়া কমিটির উদ্যোগে দেওয়ানদিঘিতে আজ ২১ অক্টোবর শুরু হলো মার্কসীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র। আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্টির নেতৃত্ব মহবুব আলম।
গুসকরা পূর্ব এরিয়া কমিটি অন্তর্গত গুসকরা শহরের বারোয়ারী তলায় মার্কসীয় বুক স্টল উদ্বোধন করলেন এরিয়া কমিটির সম্পাদক রবীন টুডু। স্টল উদ্বোধন করে মানুষের জীবনে চরিত্র গঠনে বইয়ের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করেন। এই বুক স্টল চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।