জেলা রাজ্য

বিশ্ব পরিবেশ দিবসে, বৃক্ষরোপণ করে সবুজায়নের উপযোগিতা বোঝা ও বোঝানো


সুদীপ্ত পোদ্দার, আরামবাগ:চিন্তন নিউজ:৫ই জুন:- পরিবেশ ধ্বংসের ফল যে কি সুদূরপ্রসারী হ’তে পারে তা আমরা অনেকেই কল্পনাও করতে পারিনা। প্রকৃতির রোষ বড় ভয়ংকর, সে তার হিসেব বুঝে নেবে কড়ায় গন্ডায়। প্রতি বছরই এই পরিবেশ দিবস উপলক্ষ‍্যে অনেক সরকারি বেসরকারি মিটিং, সেমিনার বিভিন্ন রকম কর্মসূচি আমরা দেখি। কিন্তু কাজের কাজ হয় কতটুকু! এই যে প্রতি বছর বিভিন্ন ঘূর্ণিঝড়, দাবানল প্রভৃতির তান্ডবে তছনছ হয়ে যাচ্ছে তাবড় বিশ্ব, অবাধে পরিবেশ ধ্বংসই এর প্রকৃত কারণ। এর ফলেই ঘটছে জলবায়ুর পরিবর্তন, যার অভিঘাতে বিপন্ন হচ্ছে বিশ্ব। এর থেকে মুক্তির একটাই পথ…ক্রমান্বয়ে নিরবিচ্ছিন্ন ভাবে বৃক্ষরোপণ করে যেতে হবে আমাদের সবাইকে।

বিভিন্ন পরিবেশ সচেতন সংগঠনের তরফ থেকে আজ বিভিন্ন জায়গায় হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। নগরায়নের কারণেই সব জায়গায় সব ধরণের গাছ বসানো যায়না। আজ সিপিআই(এম) আরামবাগ এরিয়া কমিটির উদ‍্যোগে অনুষ্ঠিত হোলো বৃক্ষরোপণ কর্মসূচি। জায়গা এবং অবস্থান অনুযায়ী লাগানো হয়েছে ৫১ টি গাছ। আশার কথা আজকের যুবসমাজ জাগছে, তারা দেরীতে হলেও বুঝতে পারছে সবুজায়নের উপযোগিতা। বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে গাছ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।