জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংবাদ,


চিন্তন নিউজ ৭/১০/২৩:- অভিজিৎ ব্যানার্জীর প্রতিবেদন:– রাজ্য রোড ট্রান্সপোর্ট ইউনিয়নের ডাকে রাজভবন অভিযান। এই অভিযানে সভা অনুষ্ঠিত হলো কলিকাতা কর্পোরেশন বিল্ডিং পাশে।বক্তব্য রাখেন কমঃ নেপালদেব ভট্টাচার্য, কমঃ ইন্দ্রজিত ঘোষ, কমঃ শুভজিত দাশগুপ্ত, কমঃ জীবন সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সুশান্ত ঘোষ এর প্রতিবেদন (সোনারপুর )
আজ সি পি আই এম সোনারপুরের চারটি এরিয়া কমিটির ৩৫ টি ওয়ার্ডের পক্ষ থেকে রাজপুর সোনারপুর পৌর এলাকার জনগণের সাক্ষর সম্বলিত সব কয়টি ওয়ার্ডের বেহাল রাস্তা দ্রুত পূর্ণ সংস্কার , জল নিকাশী ব্যবস্থার স্থায়ী সমাধান ,গঙ্গার পরিশ্রুত পানীয় জল বিনা খরচে প্রত্যেকটি পরিবারের কাছে পৌছে দেয়া ,স্মার্ট মিটার চালু না করা ,পৌরসভায় স্থায়ী নিয়োগ করা ,মিউটেশন সহ বিভিন্ন বিষয়ে হয়রানি বন্ধ করা ইত্যাদি বিষয়ে পৌর প্রধানের নিকট ডেপুটেশন দেয়া হয়। হরিণাভি প্রধান কার্যালয়ের সামনে ব্যাপক জমায়েতের মাধ্যমে অবস্থান কর্মসূচি পালিত হয়।প্রত্যেকটি ওয়ার্ডের জনগণের বৃহৎ মিছিল অবস্থানে মিলিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এই পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শ্রী কমল গাঙ্গুলী ,সি আই টি ইউ নেতা তিলক কানুনগো ,আইনজীবি সায়ন ব্যানার্জী ,গৌতম দত্ত ,মৃদুলা চক্রবর্তী ,সৌম্য নাগরায় দক্ষিণ ২৪ পরগণা সি পি আই এম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন অরিন্দম মুখার্জী। অবস্থান মন্চ থেকে পাচ জনের এক প্রতিনিধিদল পৌর প্রধানের নিকট জনগণের দাবীদাওয়া সম্বলিত সহি করা কাগজ জমা দেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।