জেলা

দক্ষিণ চব্বিশ পরগণা জেলা নিউজ


চিন্তন নিউজ:২৭ শে ডিসেম্বর:– চন্দনা বাগচী জানিয়েছেন, — এস‌এফ‌আই এর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান। বক্তব্য রাখেন এস‌এফ‌আই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড ভি পি সানু, প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড বিমান বসু, কমরেড সুজন চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শমীক লাহিড়ী, কমরেড কল্লোল রায় ও বর্তমান ও প্রাক্তন ছাত্র,ছাত্রী। একটি মিছিল যাদবপুর স্টেশন থেকে ও অন্যটি সোনারপুর থেকে এসে গাঙ্গুলি বাগান সংলগ্ন অরুনাচল মাঠে মিলিত হয়। সেখানে ছাত্ররা স্লোগান তোলে শিক্ষায় বেসরকারিকরণ, গৈরিকী করনের বিরুদ্ধে এস‌এফ‌আই লড়ছে লড়বে। ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে। শিক্ষান্তে চাকরির দাবিতে।

অভিজিৎ দাশগুপ্ত জানিয়েছেন, – শ্রমজীবী ক‍্যান্টিন সোনারপুর পশ্চিম-এর পাশে ব‍্যাঙ্ক কর্মচারীরা–
আজ শ্রমজীবী ক‍্যান্টিনের ৭৬ দিন। এদিন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইন্ডিয়ান ওভারসিজ ব‍্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়ন। উপস্থিত ছিলেন ব‍্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের সর্বভারতীয় সহ সভাপতি কমরেড প্রদীপ বিশ্বাস, ব‍্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়ন, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক কমরেড জয়দেব দাশগুপ্ত, ইন্ডিয়ান ওভারসিজ ব‍্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের নেতা কমরেড বিশ্বজিৎ ভট্টাচার্য, অপন দাস, দীপক দাস, উজ্জ্বল কান্তি ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজপুর সোনারপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা সিআইটিইউ নেতা ও আমাদের শ্রমজীবী ক‍্যান্টিনের উদ্বোধক কমরেড কমল গাঙ্গুলী। সংক্ষিপ্ত বক্তব্যে কমরেড দাশগুপ্ত ও কমরেড প্রদীপ বিশ্বাস শ্রমজীবী মানুষের পাশে আজকের মতো আগামী দিনেও দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন‌। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ব‍্যাঙ্ক সহ রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়ার প্রতিবাদে এবং নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের সংগ্রামের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কমরেড বিশ্বজিৎ ভট্টাচার্য ইন্ডিয়ান ওভারসিজ ব‍্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে কুড়ি হাজার টাকার চেক কমরেড কমল গাঙ্গুলীর হাতে তুলে দেন। এছাড়াও ব‍্যক্তিগতভাবে আরও কিছু অর্থ প্রদান করেন ক‍্যান্টিন কর্তৃপক্ষের হাতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।