জেলা

কলকাতার টুকিটাকি—


চিন্তন নিউজ- ২৭শে ডিসেম্বর;- কাকলি চ্যাটার্জি—“ওরা বীজ বোনে পাকা ধান কাটে —-ওরা কাজ করে।”
সিপিআই(এম) কাশীপুর-বেলগাছিয়া এরিয়া কমিটির উদ্যোগে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ৫ নং ওয়ার্ডের বেলগাছিয়া বাজারে অর্থসংগ্ৰহ করা হয় ও পথসভা অনুষ্ঠিত হল।

রাজধানী দিল্লি কার্যতঃ অবরুদ্ধ পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্য থেকে আগত কৃষকের দ্বারা। কৃষিবিল অবিলম্বে বাতিল করার দাবিতে শুরু হয়েছে মরণপণ লড়াই, গত এক মাস ধরে। এই আন্দোলনের সমর্থনে প্রচার ও অর্থসংগ্ৰহ হল সিপিআই(এম) বালীগঞ্জ ১ এরিয়া কমিটির আহ্বানে।

উত্তাল ছাত্র রাজনীতির পথপ্রদর্শক প্রাণের অধিক প্রিয় সংগঠন এসএফআই পায়ে পায়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে অতিক্রম করল ৫০ বছর। প্রিয় সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং ফুটবলের জাদুকর দিয়োগো মারাদোনা স্মরণে এসএফআই কলেজস্ট্রীট-রাজাবাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ কলেজস্কোয়ারে সারাদিনব্যাপী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়।।

আজ অন্নদাতাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গোপালবোস বাজার-রামকৃষ্ণ ঘোষ রোড-কালীতলা-গৌরসুন্দর-সাউথ সিঁথি রোড হয়ে কাঠগোলা পর্যন্ত এবং চুনীবাবুর বাজারে অর্থসংগ্রহ কর্মসূচি পালিত হয়।

ওরা অন্নদাতা, ওরা আমাদের গর্ব, ওদের জন্য লড়াইয়ে সামিল সারা দেশ। আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ছে দেশের প্রতিটি কোণায়। আজ কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে সিপিআই(এম) কাশীপুর-বেলগাছিয়া ১ এরিয়া কমিটির আহ্বানে ৬নং ওয়ার্ডের চীৎপুর বাজার, লকগেট এলাকায় অর্থসংগ্ৰহ করা হয়।

লড়ো তোমাদের সাথেই আছি—-রাজধানী দিল্লি অবরুদ্ধ করে হার না মানা লড়াইয়ের সাথীদের সংহতি জানিয়ে প্রচার ও অর্থসংগ্ৰহ সিপিআই(এম) বেলেঘাটা ২ এরিয়া কমিটির আহ্বানে।

রঞ্জন দাশগুপ্ত জানান দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের সমর্থনে আজ পাঠকপাড়ায় (ডি.এইচ রোড), ভারতের কমিউনিস্ট পার্টি (মাঃ), বেহালা পশ্চিম ১ এরিয়া কমিটির উদ্যোগে পথসভা। বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য মহ সাবির।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।