রাজ্য

হাওড়ার টুকরো খবর–



চিন্তন নিউজ:২০৭শে ডিসেম্বর:- কাকলী চ্যাটার্জি — দিল্লিতে অন্নদাতা কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে সাঁতরাগাছি যৌথফোরামের (দক্ষিণ-পূর্ব রেলওয়ে) পক্ষ থেকে কেন্দ্রের জনবিচ্ছিন্ন সরকারের প্রতি ধিক্কার জানানো হয়। নামছে পারদ কাঁপছে চাষী, তবুও ভ্রুক্ষেপ নেই জনবিরোধী দিল্লির মসনদে আসীন সরকারের।
‘মন কি বাত’আসলে ঐ স্বৈরাচারী সরকারের মনের কথা যার ওপর তীব্র অবিশ্বাস কৃষক তথা আমজনতার।

আজ জগৎবল্লভপুর বিধানসভার কৃষকপ্রধান গ্ৰাম সন্তোষপুরে কালা কৃষিবিলের বিরুদ্ধে থালা বাজিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হল। ৩১ জন কৃষক প্রাণ হারিয়েছেছেন প্রচন্ড ঠাণ্ডায়। আওয়াজ উঠলো খুনি মোদির অপসারণ না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। জানাচ্ছেন কাকলী চ্যাটার্জি‌।

সাবির আহমেদ —- আবার জনসেবায় বামপন্থীরা।মানবিক উদ্যোগে কারণে প্রশংসিত কর্মীরা । শ্রমজীবী ক্যান্টিনের পর এখন বিনামূল্যে শীতবস্ত্রের বাজার অসহায় গরীব মানুষদের বাঁচতে সাহায্য করেছে । উলুবেড়িয়ায় এই বাজার হয়েছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।