সায়ঙ্ক মন্ডল: চিন্তন নিউজ: ৩রা আগস্ট:- কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে ধন্দে অভিভাবকরা । ইতিমধ্যে নয়া শিক্ষানীতি নিয়ে এসেছে কেন্দ্র সরকার। যেখানে বলা হয়েছে অনার্স কোর্স তিন বছরের জায়গায় চার বছর করা হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী সেমিস্টার প্রক্রিয়া শুরু হবে ।এম ফিল অবলুপ্তির পথে । এমতাবস্থায় কলেজ ভর্তি প্রক্রিয়া শুরুর নোটিশ দিয়েছে কলেজ গুলি।
কলেজ গুলির তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনের মাধ্যমে। অর্থাৎ ফর্ম ফিলাপ হবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে আর যারা নির্বাচিত হবে তাদের অর্থাৎ অনার্স কোর্স তাদের কাউন্সিলিং হবে অনলাইনে। এমনি জেনারেল কোর্সে যারা ভর্তি হবে তাদের এডমিট কার্ড দ্বাদশ শ্রেণীর ফটো ব্যাঙ্ক চালান সমস্ত কিছু অনলাইনে সাবমিট করতে হবে । এর ফলে উঠেছে প্রশ্ন শিক্ষকদের একাংশ বলছেন এখন ভর্তি প্রক্রিয়া শুরু না করলেই ভালো হতো তাতে সাময়িক অসুবিধা হলেও পরবর্তীতে সুবিধা হতো। তাদের মতামত এখন কেউ কলেজে আসতে পারবে না ফলে অনলাইনে ক্লাস করাতে হবে । কিন্তু সেরকম প্রযুক্তি ব্যবস্থা নেই । অর্থাৎ যারা মধ্যবিত্ত শ্রেনীর ছাত্র ছাত্রী তাদের অসুবিধার সম্মুখীন হতে হবে । এ নিয়ে চরম ধন্দে ছাত্র ছাত্রী সহ অভিভাবকরা।