রাজ্য

কোলকাতা টেলিফোন ভবনে বকেয়া বেতন মেটানোর দাবিতে ঠিকা কর্মীদের অবস্থান


মীরা দাস, চিন্তন নিউজ, ১৭ মে: বৃহষ্পতিবার কোলকাতা টেলিফোন ভবনে বি.এস.এন.এল. কো-অর্ডিনেশন কমিটির রাজ্য কমিটির ডাকে ঠিকা কর্মিদের বকেয়া চার মাসের বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ করেন। কয়েক হাজার কোটি খরচ করে বিজেপি আরও একবার কেন্দ্রে মোদি সরকারকে ক্ষমতাসীন করতে ভোট এর সামান্য কিছু অর্থের সংস্থান করলেই কর্মীদের বকেয়া চার মাসের বেতন মিটিয়ে দেওয়া যায়। কিন্তু তার কোন উদ্যোগই করছে না এই সরকার। দেশের সব কটা রাষ্ট্রায়াত্ত সংস্থাকে এরা বেসরকারিকরণ করে দিতে চায়।
কর্মীদের বকেয়া বেতনের কিছুটা, অন্ততপক্ষে দু-মাসের বেতন মিটিয়ে দেবার আবেদন করেন এবং সি.জি.এম কে উদ্যোগী হতে আবেদন করা হয় ও একটি প্রস্তাব রাখা হয় যে, সকল ঠিকাদারদের বলা হোক বেতনের টাকার জোগান দিতে কারন ঠিকাদাররাও দায়বদ্ধ থাকেন তাদের পক্ষ থেকে নিযুক্ত কর্মীদের প্রতি।
এদিন সি.জি.এম র কাছে একটি প্রতিনিধি দল গিয়ে ,বি এস এন এল র ঠিকা কর্মীদের বকেয়া চার মাসের বেতন ও পরিবার গুলির সঙ্কট নিয়ে আলোচনা করে এবং বকেয়া বেতনের টাকার সংস্থান করতে সংস্থার সকল ঠিকাদারদের নিয়ে বৈঠকের আয়োজন করে সাময়িক ব্যবস্থা নিতে বলা হয় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।