জেলা

আজকের হুগলি জেলার সংবাদ—


চিন্তন নিউজ:১৯শে নভেম্বর:- সোমনাথ ঘোষ–শ্রীরামপুর:-২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে তারকেশ্বরের শিবপুর গ্রামে ক্ষেতমজুরদের বৈঠক ।

জয়দেব ঘোষ-পান্ডুয়া:-২৬ শে নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে সকাল থেকে দেওয়াল লেখা চলছে ১৭ নম্বর ওয়ার্ডজুড়ে।

সোমনাথ ঘোষ–শ্রীরামপুর:-ধর্মঘটের সমর্থনে ও ২০/১১/২০ তাং শিয়াখালা থেকে জঙ্গলপাড়া মিছিল উপলক্ষে চন্ডীতলা ১ এলাকার কৃষ্ণরামপুরে মহিলা সমিতির প্রচার।

জয়দেব ঘোষ-পান্ডুয়া:-২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে হুগলী জেলা বামপন্থী দলসমূহের ডাকে আজ চূঁচূড়ায় সমাবেশ ও ডেপুটেশন।

সায়ঙ্ক মন্ডল:- শ্রীরামপুর:-আজ সিআইটিইউএর উদ্যোগে আগামী ২৬ শে নভেম্বর সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে গেট মিটিং হলো শ্রীরামপুরে।

সায়ঙ্ক মন্ডল:- শ্রীরামপুর:-২৬ শে নভেম্বর সারাভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে হুগলী জেলা বামপন্থী দলসমূহের ডাকে জনসভা ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।