জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষঃ-আগামী 28 ও 29 শে মার্চ “সাধারণ ধর্মঘটের” সমর্থনে আজ ডি আই অফিস থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত 12 ই জুলাই কমিটি ,এবিটিএ ও এ বি পি টি এ আহ্বানে এক মিছিল সংগঠিত হয়। গতকালরামপুরহাটে শিশু ও নারীসহ দশ জনকে পুড়িয়ে মারার প্রতিবাদে এবং অবিলম্বে এ ঘটনার দায় স্বীকার করে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ পান্ডুয়া এরিয়া কমিটির অফিস থেকে এক মিছিল পান্ডুয়া মেলাতলা হয়ে কালনা রোড হয়ে এরিয়া কমিটির সামনে এসে শেষ হয়।

সোমনাথ ঘোষঃ- সি.পি.আই.(এম), চন্ডীতলা-১ এরিয়া কমিটির উদ্যোগে বীরভূমের রামপুরহাটে গতরাত্রিতে নারকীয় গণহত্যার প্রতিবাদে আজ ২২ মার্চ’২০২২, মঙ্গলবার সন্ধ্যায় চন্ডীতলার শিয়াখালা বাজারে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
‘বিমল স্মৃতি’ (শিয়াখালা এ.সি.) থেকে মিছিল শুরু হয়ে শিয়াখালা বাজার পরিক্রমা করে চৌমাথায় শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন পার্টি নেতা সোমনাথ ঘোষ।

জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ঃ-রামপুরহাটে তৃণমূলের বর্বরোচরিত গণহত্যার প্রতিবাদে CPI(M)কোতরং -হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে মিছিল। মিছিল শেষে উক্ত ঘটনার ধিক্কার জানিয়ে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীর কুশ পুতুল জ্বালানো হয় হিন্দমোটর বটতলা বাজারে।

দেবারতি বাসুলীঃ- রামপুরহাট এ নারকীয় হত্যাকাণ্ড এর প্রতিবাদ এ চুঁচুড়া ঘড়ির মোড়ে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।