জেলা

বিক্ষোভ সভা ও দাবি সনদ পেশ


নুরুল ইসলাম: চিন্তন নিউজ:৮ই অক্টোবর:- আজ সিআইটিইউএর উদ্যোগে অস্থায়ী ঠিকা/দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে ,এই মর্মে দাবীসনদ পেশ করা হ’ল মালদা- রিজিওনাল ম্যানেজারের নিকট ।

তার সাথে একটি বিক্ষোভ সভা সংঘটিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউএর মালদা জেলার নেতৃত্ব ও ওয়াকম্যান ইউনিয়নের জেলা নেতৃত্ব সহ শিল্প সহায়ক ইউনিয়নের কর্মী ও নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।