জেলা রাজ্য

এস‌এফ‌আই ইন অ্যাকশন


সৌভিক ব্যানার্জি: চিন্তন নিউজ:৩১শে মে:-করোনা মহামারীর ফলে সারা দেশজুড়ে লকডাউন চলছে। যার ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ। তার উপর অামফান ঝড়, পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে সুন্দরবনের মানুষের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অামফানের প্রভাবে অগনিত গাছ, ইলেকট্রিক পোল ভেঙে গিয়েছে। প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির বাড়িগুলো ভেঙে গিয়েছে। মাথার উপর ছাদ হারিয়ে খোলা অাকাশের নীচে রাত কাটাচ্ছেন বহু মানুষ। নদীবাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। অামফানের ফলে গোটা সুন্দরবন কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। সুন্দরবনবাসী তাদের এই দুর্দিনে শাসকদলের নেতা মন্ত্রীদের পাশে না পেলেও, পাশে পেয়েছে রাজ্যের বামপন্থীদের। গতকাল নৌকা ভাড়া করে এস এফ আই নেতা কর্মীরা গিয়েছিলেন আমফান-বিধ্বস্ত বিস্তীর্ণ অঞ্চলে।

কাকদ্বীপ-পাথরপ্রতিমা-রামগঙ্গা-ক্ষেত্রমোহন-রায়দিঘির মানুষদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। ত্রিপল, বইখাতা, ওষুধ, স্যানিটারি প্যাড, জামাকাপড়, শুকনো খাবার, ব্লিচিং পাউডার পৌঁছে দিয়েছেন অসহায় মানুষগুলোর কাছে। শুধুমাত্র ত্রান নয়, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা এবং সরকারের কাছে দাবি করেছেন, অবিলম্বে এই সকল অঞ্চলের মানুষের দুরবস্থার দিকে নজর দিতে হবে সরকারকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।