রাজ্য

মানুষের পাশে বামপন্থী ছাত্র যুব রা


শাশ্বতী বিশ্বাস:চিন্তন নিউজ:১০ই এপ্রিল:- বর্তমান লকডাউন-এর পরিস্থিতিতে দেশের প্রান্তিক মানুষদের জীবন হয়ে উঠেছে দুঃসহ। একদিকে বর্তমানের রুটি জোগাড়ের চিন্তা, অন্যদিকে ভবিষ্যতে কর্মহীনতার হাতছানি। রাজ্য সরকারের পক্ষ থেকে রেশনের মাধ্যমে চাল ডালের ব্যবস্থার ঘোষণা করা হলেও তার অনেক ফাঁক ফোকর নিত্য নতুন ঘটনার মধ্য দিয়ে সকলের সামনে উঠে আসছে।

কিছু প্রান্তিক মানুষ রেশনের সুবিধার সাথে শাসক দলের ত্রাণ সামগ্রী পাচ্ছে, আবার মুদ্রার অন্য পিঠে রয়েছে একদল প্রান্তিক মানুষ যারা শাসকের ত্রাণ থেকে বঞ্চিতই শুধু না , রেশন ব্যবস্থার মাধ্যমেও ঠিক মতো হকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে । আর এই দুয়ের ই একটাই কারণ ,এলাকা ভিত্তিক ভোটের সমীকরণ।

মধ্যমগ্রাম এসএফআই, এবং,গণমুক্তির যৌথ উদ্যোগে এরকম-ই ১৩০ টি প্রান্তিক পরিবারের পাশে থাকার অঙ্গীকার স্বরূপ প্রতি পরিবারকে মুড়ি, চিড়ে, সোয়াবিন এবং ম্যাগী দেওয়ার পরিকল্পনা নেয় এবং সেই কর্মসূচি আজ সফল করে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।