রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

স্নাতকস্তরে কলেজে ভর্তির ফি অস্বাভাবিক


সায়ঙ্ক মন্ডল :-চিন্তন নিউজ:- ২৩শে আগস্ট:- করোনা মহামারি আবহে সাধারন মানুষের হাতে যখন কাজ নেই তখন রাজ্য সরকার কলেজে ভর্তি প্রক্রিয়ার নোটিশ জারি করেছে। এই ঘোষণার পর সাধারন ছাত্র ছাত্রীরা বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করছেন। গত১০ই আগস্ট থেকে ফর্ম ফিলাপ প্রক্রিয়া চালু হয়েছে । এই সময় ফর্মের দাম বাবদ কোন কলেজে ১৫০ টাকা,২১০ টাকা আবার কোথাও ২৫০ টাকা পর্যন্ত নিয়েছে। ভারতের ছাত্র ফেডারেশন ও সাধারন ছাত্র ছাত্রীদের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার ফর্মের জন্য কোন টাকা দিতে হবে না বলে জানিয়েছে। কিন্তু এবার ভর্তির সময় কলেজগুলো যে হারে টাকা ধার্য করেছে তা অনেক ছাত্র ছাত্রীর পক্ষে দেওয়া সম্ভব নয় । উদাহরণস্বরূপ বলা যেতে পারে হুগলী জেলার শ্রীরামপুর কলেজে ভর্তি হতে প্রথম সেমিস্টারে কলা বিভাগে অনার্সের ক্ষেত্রে ৩২৪৭ টাকা , বি. কম অনার্সের জন্য ৩২৭৪ টাকা বিএস সি অনার্সের জন্য ৩৫৬৩ টাকা এবং জেনারেল কোর্স জন্য টাকা ৩০৬৬ টাকা বিএস সি জেনারেল কোর্সে ৩৩৮০ টাকা লাগছে ।অতএব হিসাব করা যাচ্ছে তিনটে সেমিস্টারের জন্য প্রতি ছাত্র-ছাত্রীকে প্রায় ১০০০০ টাকা করে দিতে হবে যা একটি সাধারন ছাত্র ছাত্রী পরিবারের পক্ষে দেওয়া অত্যন্ত কষ্টকর । রাজ্য সরকারের এই ব্যাপারে কোন হেলদোল নেই । এখন প্রশ্ন এটাই যে এত টাকা যদি লাগে তাহলে সাধারণ ছাত্র ছাত্রীরা পড়াশোনার খরচ বহন করতে পারবে তো? তাদের পড়াশোনার কোন ক্ষতি হবে না তো?


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।