সায়ঙ্ক মন্ডল :-চিন্তন নিউজ:- ২৩শে আগস্ট:- করোনা মহামারি আবহে সাধারন মানুষের হাতে যখন কাজ নেই তখন রাজ্য সরকার কলেজে ভর্তি প্রক্রিয়ার নোটিশ জারি করেছে। এই ঘোষণার পর সাধারন ছাত্র ছাত্রীরা বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করছেন। গত১০ই আগস্ট থেকে ফর্ম ফিলাপ প্রক্রিয়া চালু হয়েছে । এই সময় ফর্মের দাম বাবদ কোন কলেজে ১৫০ টাকা,২১০ টাকা আবার কোথাও ২৫০ টাকা পর্যন্ত নিয়েছে। ভারতের ছাত্র ফেডারেশন ও সাধারন ছাত্র ছাত্রীদের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার ফর্মের জন্য কোন টাকা দিতে হবে না বলে জানিয়েছে। কিন্তু এবার ভর্তির সময় কলেজগুলো যে হারে টাকা ধার্য করেছে তা অনেক ছাত্র ছাত্রীর পক্ষে দেওয়া সম্ভব নয় । উদাহরণস্বরূপ বলা যেতে পারে হুগলী জেলার শ্রীরামপুর কলেজে ভর্তি হতে প্রথম সেমিস্টারে কলা বিভাগে অনার্সের ক্ষেত্রে ৩২৪৭ টাকা , বি. কম অনার্সের জন্য ৩২৭৪ টাকা বিএস সি অনার্সের জন্য ৩৫৬৩ টাকা এবং জেনারেল কোর্স জন্য টাকা ৩০৬৬ টাকা বিএস সি জেনারেল কোর্সে ৩৩৮০ টাকা লাগছে ।অতএব হিসাব করা যাচ্ছে তিনটে সেমিস্টারের জন্য প্রতি ছাত্র-ছাত্রীকে প্রায় ১০০০০ টাকা করে দিতে হবে যা একটি সাধারন ছাত্র ছাত্রী পরিবারের পক্ষে দেওয়া অত্যন্ত কষ্টকর । রাজ্য সরকারের এই ব্যাপারে কোন হেলদোল নেই । এখন প্রশ্ন এটাই যে এত টাকা যদি লাগে তাহলে সাধারণ ছাত্র ছাত্রীরা পড়াশোনার খরচ বহন করতে পারবে তো? তাদের পড়াশোনার কোন ক্ষতি হবে না তো?
Related Articles
আমার বুথে এত পুলিশ, কেন্দ্রীয় বাহিনী কেন? – মাহমুদা খাতুন
নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৩ এপ্রিল: বুথে এত পুলিশ, কেন্দ্রীয় বাহিনী কেন? এই প্রশ্ন করে রীতিমতো ধমকালেন কুমারগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক মাহমুদা খাতুন। কুমারগঞ্জের ঐ বুথ কে মাহমুদা খাতুন তাঁর নিজের বুথ বলে দাবি করেছেন। এই নিয়ে বিরোধী দলগুলো সমালোচনার ঝড় তুলেছেন। এভাবে ভোটের সময় কোনো দলের নেতানেত্রীরা ত়াঁদের নিজেদের বুথ বলে দাবি করতে পারেন? প্রশ্ন […]
মুখ্যমন্ত্রীর স্বৈরাচারী আইনের বলে এখন রেলের কোপে সিএএ’ র বিক্ষোভকারীরা।।
চৈতালী নন্দী: চিন্তন নিউজ:১২রা জানুয়ারি:–মুখ্যমন্ত্রীর স্বৈরাচারী আইনের বলে এখন রেলের কোপে বিক্ষোভ কারীরা।।২০১৭ সালে মুখ্যমন্ত্রীর করা এক অনৈতিক স্বৈরাচারী আইনের বলে এখন রেল বিক্ষোভকারীদের থেকে ক্ষতিপূরণের জন্যে চাপ সৃষ্টি করছে। বর্তমানে এনআরসি এবং সিএএ নামক নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে সারা দেশ বিক্ষোভে সামিল হয়েছে।ভারতের সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সাধারণ মানুষ ভাষা […]
রাতের অন্ধকারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হামলা।
রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:১৬ই জানুয়ারি:—রাতের অন্ধকারে হামলা বিশ্বভারতীতে। হামলাকারীরা এবিভিপি বলে দাবি আক্রান্ত ছাত্রদের।রাতের বেলা এবিভিপির হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু পড়ুয়াদের। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্য্যালয়ের গেট আটকে চূড়ান্ত ক্ষোভ উগড়ে দিচ্ছেন পড়ুয়ারা। হামলাকারীদের পাশাপাশি উপাচার্যের বিরুদ্ধেও সমান ক্ষোভ উগড়ে দিচ্ছেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, উপাচার্যের মদতেই এত বেপরোয়া হয়ে ঊঠেছে এবিভিপির দুষ্কৃতিরা। হামলাকারি অচিন্ত্য বাগদি, সাবির আলি, সুলভ […]