জেলা রাজ্য

লকডাউনে প্রান্তিক মানুষের দুর্দশা আজ চরমে।


লাল্টু ঘোষ :চিন্তন নিউজ:২৪শে মে:- লকডাউনে প্রান্তিক মানুষের দুর্দশা আজ চরমে। কিন্তু এমনটাতো হওয়ার কথা ছিল না, কেন্দ্রীয় ও রাজ্যের নির্বাচিত সরকারের যদি ন্যুনতম দায়বদ্ধতা বা দায়িত্ববোধ থাকত, মানবিকতা থাকত তাহলে খুব স্বাচ্ছন্দ্যে না হলেও সাধারণ ভাবে চলতে অসুবিধা হতো না। কেরালার বামপন্থী সরকার দেখিয়ে দিয়েছে সদিচ্ছা থাকলে সীমিত ক্ষমতায় পরিকল্পনা করে কাজ করলে অসম্ভব নয় কিছুই। বিশ্বের সর্বত্র প্রশংসিত ‘মডেল কেরালা।’

করোনাজনিত লকডাউনের সঙ্গে যুক্ত হয়েছে আমফান। দুয়ের প্রকোপে নাজেহাল, দিশেহারা অবস্থা মানুষের। হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে অন্ধকার, নেই পানীয় জল, নেই নেটওয়ার্ক। সকালে জগাছা থানা ঘেরাও করে এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা। সামান্য কিছুটা হলেও অবস্থার উন্নতি হয়েছে সম্মিলিত প্রতিরোধে।

নিরলসভাবে কাজের ধারায় ছেদ পড়লো না আজও। সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির কলোনি শাখায় আজ বিকেলে প্রয়াত কমরেড মাণিকলাল চক্রবর্তী এবং কমরেড অনিল দাস স্মরণে আয়োজিত হয় সংহতি বাজার। দুঃস্থ মানুষের হাতে বিভিন্ন রকম কাঁচা সবজি তুলে দেওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।