রাজ্য

ব্যান্ডেলের এক আবাসন থেকে ছয় বাংলাদেশী গ্রেফতার


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১৬ই অক্টোবর:– হুগলি জেলার ব্যান্ডেল এর গ্রীনপার্ক এলাকার একটি আবাসন থেকে ছয় বাংলাদেশীকে গ্রেফতার করেছে চন্দননগর থানার পুলিশ। অভিযোগ তাদের সঙ্গে সরাসরি জঙ্গীযোগ রয়েছে। শুক্রবার রাতে আচমকা হানা দিয়ে ঐ ছয় বাংলাদেশী নাগরিক কে গ্রেফতার করা হয়। তাদের কাছে মিলেছে ভারতীয় প্যান কার্ড ,আধার কার্ড ও ভোটার কার্ড এবং আর ও অন্যান্য নথিপত্র। তাদের কাছে পাওয়া গেছে বাংলাদেশী সিম কার্ড।জোর তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ।

সুত্রের খবর অনুযায়ী ঐ ছয় বাংলাদেশী বাংলাদেশের নারায়ন গঞ্জ এলাকার বাসিন্দা। গ্রীন পার্ক এলাকায় যে ফ্ল্যাটে থাকতো সেটির মালিক হালিশহরের এক বাসিন্দা। মনে করা হচ্ছে ফ্ল্যাটের মালিকই ঐ জঙ্গী সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রাখতো। জানা গেছে ঐ ফ্ল্যাটে বসেই বাংলাদেশী নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব করিয়ে দেওয়ার কাজ চলতো। ধৃত দের জেরা করছে পুলিশ এবং খতিয়ে দেখা হচ্ছে তাদের সাথে কাদের যোগ রয়েছে।আজ ধৃতদের চুঁচুঁড়া আদালতে পেশ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।