চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষঃ-১৬ই অক্টোবর:- ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে রাখী বন্ধন উৎসবের সূচনা করেন।তাকে সামনে রেখে আজ সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পাণ্ডুয়া থানা আঞ্চলিক কমিটির রাখী বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির হুগলী জেলা সম্পাদক সৌরেন বোস,অঞ্চল সম্পাদক জয়নাল আবেদীন,সঞ্জয় মুখার্জ্জী, বাদল মন্ডল,নাসিমা বেগম,জয়দেব ঘোষ,তপন মিত্র সহ আরো অনেকে।
আজ ১৬ই অক্টোবর৷ ১৯০৫ সালে আজকের দিনে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ বিলের বিরূদ্ধে কবিগুরু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাতে রাখী বেঁধে প্রতিবাদ জানিয়েছেলেন৷ ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতি জাঙ্গীপাড়া আঞ্চলিক কমিটি দিলাকাশ মোড়ে রাখী বন্ধন কর্মসূচী পালন করে৷ অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পতাকাত্তোলন করেন স্বাক্ষরতা আন্দোলনের নেতৃত্ব গোলাম মোস্তাফা৷ কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক অশোক চক্রবর্ত্তী, গণতান্ত্রিক আন্দোলনের নেতা অজিত ঘোষ, বীরেন্দ্র নাথ দে, গোলাম মোস্তাফা৷ বিশিষ্ট শিক্ষক মৃণ্ময় দাস অনুষ্ঠানে অনুপস্হিত থাকায় তাঁর পাঠানো শুভেচ্ছা বার্তা পাঠ করেন সুদীপ্ত সরকার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ কুণ্ডু৷এলাকার সমস্ত ব্যবসায়ী বন্ধু, পথচলতি মানুষদের হাতে রাখী বাঁধা ঘারে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়৷।
রুদ্র চক্রবর্তীঃ-সিপিআই(এম)ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির উদ্যোগে উত্তরপ্রদেশের কৃষক হত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিল।।