চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১১ সেপ্টেম্বর, ২০২১ – ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল কাটোয়া থানা এলাকার প্রবীণ তম পার্টি সদস্য কমরেড কুড়োরাম মাঝির স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন সভা দাইহাট ১১ নং ওয়ার্ডের মাঝি পাড়ায় । উপস্থিত ছিলেন দাঁইহাটের তাঁর দীর্ঘ দিনের সহযোদ্ধারা এবং তাঁর পরিবারের সদস্যরা। সভার শুরুতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন সমবেত নেতৃবৃন্দ, এলাকার মানুষ , তাঁর পরিবারের সদস্যরা । বক্তব্য রাখেন এই শ্রদ্ধাজ্ঞাপন সভার সভাপতি এলাকার প্রবীণ পার্টি সদস্য বিধুভূষণ ভট্টাচার্য, কাটোয়া ২ এরিয়া কমিটির সম্পাদক অনিন্দ্য মণ্ডল, জেলা কমিটির সদস্য তপন কোনার। বক্তারা কুড়োরাম মাঝির আজীবন সংগ্রাম, আদর্শের প্রতি অবিচল নিষ্ঠার পাশাপাশি আজকের সময়ে মানুষের করণীয় কর্তব্য সম্পর্কে আলোচনা করেন । তপন কোনার প্রয়াত কুড়োরাম মাঝির দীর্ঘ স্মৃতি চারণায় বারবার রাজনীতিতে আদর্শ নিষ্ঠার কথা তুলে ধরে বর্তমানে তৃণমূল, বিজেপি সরকারের নীতিহীন জনবিরোধী নীতির তীব্র নিন্দা করে মানুষের আগামী দিনের কর্তব্য স্মরণ করিয়ে দেন। কুড়োরাম মাঝি ৯২ বছর বয়েসে গত ১৭ ই আগস্ট দাইহাটের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৭ সেপ্টেম্বর সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সফলের দাবীতে, সকলের জন্য বিনামূল্যে দ্রুততার সাথে ভ্যাকসিনের দাবিতে,জাতীয় সম্পদ বিক্রির বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবি সহ ১৫ দফা দাবির ভিত্তিতে আজ সি পি আই ( এম)বর্ধমান সদর ১ এরিয়া কমিটির ডাকে বিজয়রামে পথসভা করা হয়।পথসভায় বক্তব্য রাখেন মৃণাল কর্মকার, হাসনাত জালালি, চন্দন সোম।সভাপতিত্ব করেন শ্রীকান্ত ঘোষ।