সূপর্ণা রায়:চিন্তন নিউজ:৩রা আগস্ট:–কেন্দ্র ও রাজ্যের উদাসিনীতায় এখন অন্ধকারে হকার আইন——- ট্রেন —বাস—রাস্তা ঘাট সর্বত্র হকার আমাদের পথ চলার সাথী।। আমদের জীবনের সঙ্গে প্রতিপদে জড়িয়ে হকার ভাইরা।। কিন্তু এই হকার রা না কেন্দ্র না রাজ্য কোন সরকারের কাছে থেকেই কোন বেঁঁচে থাকার জন্য সামান্য সুযোগ সুবিধা পান না।। পুলিশের জুলুমবাজি ——–তোলাবাজ দের অত্যাচার ——দুষ্কৃতী দের তাণ্ডব সহ নানা ভাবে হয়রানির শিকার হচ্ছে হকার রা।। কিন্তু হকার দের এ সমস্যা নিয়ে ইউ-পি-এ সরকার এর আমলে হকার দের হকার দের সুযোগ সুবিধা নিয়ে একটি আইন লাগু হয়েছিল।। কিন্তু আইন লাগু হলেও হকার রা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে।। তার প্রধান কারণ এ রাজ্যের তথাকথিত “”মা–মাটি —সরকার”” এই সুযোগ সুবিধা দিতে গড়িমসি করছে।। আর এ ব্যাপারে প্রথম থেকেই উদাসীন কেন্দ্রের মোদী সরকার——কিন্তু যত যাই হোক এবার তাদের ঐক্যবদ্ধ ভাবে নিজেদের হক্কের দাবী আদায়ে লড়তে হবে হকার ভাইদের।। সি-পি-আই এম এর পল্যিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম হকার দের সংঘটিত হবার আহবান জানালেন।। এই নিয়ে ক্যানিং স্ট্রিটে এক সভার আয়োজন করা হয়।। স্ট্রিট হকার ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সভাতে সেলিম ছাড়াও বক্তব্য রাখেন ফৈয়াজ আহমেদ খান সহ হকার আন্দোলনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সত্যব্রত ঘোষ।। কমঃসেলিম হকার দের দূর্দশার প্রসংগ তুলে বলেন রাজ্য সরকার হকার আইন কার্যকর করতে গড়িমসি করছে।। আবার কেন্দ্রের মোদী সরকার ও আশ্চর্য ভাবে নীরব।। ইউপিএ আমলে তৈরী হওয়া হকার আইন লাগু হলে যে সুযোগ সুবিধা তারা পেত তা থেকে তারা দূর্ভাগ্যজনক ভাবে বঞ্চিত——-
Related Articles
তথ্যলোপাট ভয়ানক পরিণতির কারণ হ’তে পারে
কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:১৩ই এপ্রিল:- একদিকে কোভিড১৯ এর আক্রমণ, লকডাউনের কারণে বিধ্বস্ত অর্থনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একদল পেইড লুম্পেনবাহিনী, তার মধ্যে পশ্চিমবঙ্গে নতুন (?) এক ব্যাধি করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর তথ্যলোপাট, তথ্য বিকৃত করা অথবা চেপে যাওয়া। যে ভাইরাসের ওষুধ বা প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি—-হাইড্রোক্সিক্লোরোকুইনের মাধ্যমে এই ভাইরাসের সঙ্গে যুদ্ধে সামিল অসংখ্য ডাক্তার বন্ধু, […]
রবি ঠাকুরের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ স্থান করে নিল বীরভূমের কৌশিক দে
সুপর্ণা রায়: চিন্তন নিউজ:৩০/০৫/২০২৩:– বীরভূম জেলার বাহিরী গ্রামের বাসিন্দা কাশীনাথ দে ও রীতা দে’-র সন্তান কৌশিক দে। বোলপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগের সদ্য স্নাতক কৌশিক পড়াশোনা র পাশাপাশি অঙ্কন শিল্পেও খুব ভালো । সে আপামর ভারতবাসী কে তাক লাগিয়ে এঁকেছে এক ত্রিশ ফুটের রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতিচ্ছবি । তার এই শিল্পকর্মকে স্বীকৃতি দিয়েছে ” ইন্ডিয়া […]
রামনবমীতে তৃণমূল ও বিজেপির হিন্দুত্বের লড়াই কি বঙ্গে তৃণমূলের বিজেপিকে আবাহন???
চিন্তন নিউজ:-২৭শে মে,২০১৯: সূপর্ণা রায়:— রামনবমীতে বিজেপির পাল্টা শোভাযাত্রায় লাফিয়ে ঝাঁপিয়ে অস্ত্র হাতে হাসতে হাসতে বড় হিন্দু সাজার প্রতিযোগিতায় নেমেছিল দিদির দল তৃনমুল।।তখন তাদের হাবভাব দেখে মনে হয়েছিল যেন বিশ্ব জয় করতে নেমেছে।।সবার মতে পশ্চিমবঙ্গে বিজেপি বেড়েছে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজ্জী।।এর আগে এই বিজেপি কখন মাথা তুলতে পারে নি পশ্চিমবঙ্গে।। দাঙ্গা…. দেশভাগ….. তারপর ১৯৫১ সালে […]