সূপর্ণা রায়:চিন্তন নিউজ:৩রা আগস্ট:–কেন্দ্র ও রাজ্যের উদাসিনীতায় এখন অন্ধকারে হকার আইন——- ট্রেন —বাস—রাস্তা ঘাট সর্বত্র হকার আমাদের পথ চলার সাথী।। আমদের জীবনের সঙ্গে প্রতিপদে জড়িয়ে হকার ভাইরা।। কিন্তু এই হকার রা না কেন্দ্র না রাজ্য কোন সরকারের কাছে থেকেই কোন বেঁঁচে থাকার জন্য সামান্য সুযোগ সুবিধা পান না।। পুলিশের জুলুমবাজি ——–তোলাবাজ দের অত্যাচার ——দুষ্কৃতী দের তাণ্ডব সহ নানা ভাবে হয়রানির শিকার হচ্ছে হকার রা।। কিন্তু হকার দের এ সমস্যা নিয়ে ইউ-পি-এ সরকার এর আমলে হকার দের হকার দের সুযোগ সুবিধা নিয়ে একটি আইন লাগু হয়েছিল।। কিন্তু আইন লাগু হলেও হকার রা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে।। তার প্রধান কারণ এ রাজ্যের তথাকথিত “”মা–মাটি —সরকার”” এই সুযোগ সুবিধা দিতে গড়িমসি করছে।। আর এ ব্যাপারে প্রথম থেকেই উদাসীন কেন্দ্রের মোদী সরকার——কিন্তু যত যাই হোক এবার তাদের ঐক্যবদ্ধ ভাবে নিজেদের হক্কের দাবী আদায়ে লড়তে হবে হকার ভাইদের।। সি-পি-আই এম এর পল্যিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম হকার দের সংঘটিত হবার আহবান জানালেন।। এই নিয়ে ক্যানিং স্ট্রিটে এক সভার আয়োজন করা হয়।। স্ট্রিট হকার ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সভাতে সেলিম ছাড়াও বক্তব্য রাখেন ফৈয়াজ আহমেদ খান সহ হকার আন্দোলনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সত্যব্রত ঘোষ।। কমঃসেলিম হকার দের দূর্দশার প্রসংগ তুলে বলেন রাজ্য সরকার হকার আইন কার্যকর করতে গড়িমসি করছে।। আবার কেন্দ্রের মোদী সরকার ও আশ্চর্য ভাবে নীরব।। ইউপিএ আমলে তৈরী হওয়া হকার আইন লাগু হলে যে সুযোগ সুবিধা তারা পেত তা থেকে তারা দূর্ভাগ্যজনক ভাবে বঞ্চিত——-
Related Articles
বিজেপিকে পরাস্ত করে বিকল্প শাসন প্রতিষ্ঠার সংকল্পে ঐক্যবদ্ধভাবে বাম দলগুলোর বিশাল অভিবর্তন
সীমা বিশ্বাস ,আসাম, ৪ জুলাই ,চিন্তন নিউজ:– বিজেপির অপশাসনের বিরুদ্ধে দেশের সঙ্গে রাজ্যের সাম্প্রদায়িক এবং গণতন্ত্র বিরোধী বিজেপিকে পরাস্ত করে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জনমুখী শাসনপ্রতিষ্ঠারলক্ষ্যে আজ ৪ জুলাই গোহাটির ডিস্ট্রিক লাইব্রেরীতে পাঁচটা বাম দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল অভিবর্তন। অভিবর্তনের মূল প্রস্তাব উত্থাপন করেন বাম দলের হয়ে সিপিআইএমের রাজ্যিক সম্পাদক সুপ্রকাশ তালুকদার।উক্ত প্রস্তাবে রাজ্যের আর্থসামাজিক […]
শ্রদ্ধেয় জ্যোতি বসুর স্মৃতিতে রক্তদান শিবির দুর্গাপূর ইস্পাত অঞ্চলে
নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:৫ই জুলাই:–হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ডিএসপি ইউনিট (Hindusthan Steel Employees Union -DSP Unit) এর উদ্যোগে ১নং বিদ্যাসাগর এভিনিউতে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু’র স্মৃতিতে নিবেদিত রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেছেন। মাননীয় বিধায়ক সন্তোষ দেবরায় এবং দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায় শিবিরের উদ্বোধন করেন। এই শিবিরে সন্দীপ কুমার […]
এবার ছাঁটাই কগনিজেন্ট এর ১৩হাজার কর্মী।
সুপর্ণা রায়: চিন্তন নিউজ:৫ই নভেম্বর :–এবার ছাঁটাই কগনিজেন্টে। ১৩ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে বিশিষ্ট তথ্য প্রযুক্তি সংস্থা কগনিজেন্ট আর এর প্রতিবাদ এ “অল ইন্ডিয়া আই টি ইএস এমপ্লয়িজ । ইউনিয়ন””সরাসরি আন্দোলনে নামছে।। কগনিজেন্টের প্রতিটি শাখায় লিফলেট বিতরণ করছেন ইউনিয়নের কর্মীরা।। কর্মীদের তাঁরা বোঝাচ্ছেন তথ্যপ্রযুক্তি শিল্পে ইউনিয়নের প্রয়োজনীয়তা তার সাথে আশ্বাস দিয়েছেন কি ভাবে আইনি সাহায্য […]