দেশ রাজ্য

কেন্দ্র,রাজ্যসরকারি উদাসীনতায় অন্ধকারে হকারদের জীবন।


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:৩রা আগস্ট:–কেন্দ্র ও রাজ্যের উদাসিনীতায় এখন অন্ধকারে হকার আইন——- ট্রেন —বাস—রাস্তা ঘাট সর্বত্র হকার আমাদের পথ চলার সাথী।। আমদের জীবনের সঙ্গে প্রতিপদে জড়িয়ে হকার ভাইরা।। কিন্তু এই হকার রা না কেন্দ্র না রাজ্য কোন সরকারের কাছে থেকেই কোন বেঁঁচে থাকার জন্য সামান্য সুযোগ সুবিধা পান না।। পুলিশের জুলুমবাজি ——–তোলাবাজ দের অত্যাচার ——দুষ্কৃতী দের তাণ্ডব সহ নানা ভাবে হয়রানির শিকার হচ্ছে হকার রা।। কিন্তু হকার দের এ সমস্যা নিয়ে ইউ-পি-এ সরকার এর আমলে হকার দের হকার দের সুযোগ সুবিধা নিয়ে একটি আইন লাগু হয়েছিল।। কিন্তু আইন লাগু হলেও হকার রা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে।। তার প্রধান কারণ এ রাজ্যের তথাকথিত “”মা–মাটি —সরকার”” এই সুযোগ সুবিধা দিতে গড়িমসি করছে।। আর এ ব্যাপারে প্রথম থেকেই উদাসীন কেন্দ্রের মোদী সরকার——কিন্তু যত যাই হোক এবার তাদের ঐক্যবদ্ধ ভাবে নিজেদের হক্কের দাবী আদায়ে লড়তে হবে হকার ভাইদের।। সি-পি-আই এম এর পল্যিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম হকার দের সংঘটিত হবার আহবান জানালেন।। এই নিয়ে ক্যানিং স্ট্রিটে এক সভার আয়োজন করা হয়।। স্ট্রিট হকার ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সভাতে সেলিম ছাড়াও বক্তব্য রাখেন ফৈয়াজ আহমেদ খান সহ হকার আন্দোলনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সত্যব্রত ঘোষ।। কমঃসেলিম হকার দের দূর্দশার প্রসংগ তুলে বলেন রাজ্য সরকার হকার আইন কার্যকর করতে গড়িমসি করছে।। আবার কেন্দ্রের মোদী সরকার ও আশ্চর্য ভাবে নীরব।। ইউপিএ আমলে তৈরী হওয়া হকার আইন লাগু হলে যে সুযোগ সুবিধা তারা পেত তা থেকে তারা দূর্ভাগ্যজনক ভাবে বঞ্চিত——-


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।