চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ১২ই নভেম্বর ২০২০ – আজ পূর্বস্থলী এরিয়া কমিটির ৫টি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে ছাতনী কম্বল মিলে আগামী ২৬ শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে এক সাধারণ সভা হয়। সভাপতিত্ব করেন সুব্রত ভাওয়াল। বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার জেলা নেতৃত্ব তপন কোঙার, সিপি আই এম এলের নেতা অশোক চৌধুরী, সারাভারত মহিলা সমিতির রাজ্য সভানেত্রী অঞ্জু কর।
গুসকরা পূর্ব এরিয়া কমিটি এলাকার ভেদিয়া অঞ্চলে ২৬ শে নভেম্বর ধর্মঘট সফল করার জন্য কৃষকসভার নেতৃত্বে বামপন্থী গণসংগঠনের কর্মী দের নিয়ে কনভেনশন হয়।কনভেনশনে বক্তা ছিলেন ব্লক কৃষকসভার সম্পাদক রবিন টুডু।

আজ সকাল ১০ টায় সারা ভারত কৃষক সভা লোয়া পুর-কৃষ্ণরামপুর অঞ্চল কমিটির ১৫-তম সম্মেলন হয় প্রতুল রায় নগর,শান্তিময় ঘোষ মঞ্চে। পতকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান -এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।উদ্বোধনী বক্তব্য দেলোয়ার হোসেন মণ্ডল ।অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নিতাই সাহা, হারাধন ঘোষ । ক্ষেত মজুর কমিটির নেতৃত্ব শ্যামচাঁদ মাজি ।উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমল সরকার, সদানন্দ অধিকারী ।প্রতিনিধিদের আলোচনায় এলাকার কৃষক,ক্ষেতমজুর,গরীব মানুষের জীবন যন্ত্রণার কথা উঠে আসে । সম্মেলন থেকে। ২৬/১১/২০-তারিখের গ্রাম-বাংলা ধর্মঘট সফল করার ডাক দেওয়া হয় । আমেরুল হককে সভাপতি ও নারায়নচন্দ্র বাগদীকে সম্পাদক করে নতুন-২০ জনের কমিটি গঠিত হয় ।

আগামী ২৬ শে নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে পূর্বস্থলী এরিয়া কমিটির ৭ টি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে কমিউনিটি হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত ১১ নভেম্বর। সভায় বক্তব্য রাখছেন পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুদীপ্ত বাগচী।
বর্ধমান ২ নম্বর এরিয়া কমিটির ৩৫ নং ওয়ার্ডের কলোনী শাখার পার্টি সদস্য অমল চক্রবর্তী গত রাত্রে প্রায় সাড়ে দশটা নাগাদ ঝুরঝুরপুল হাসপাতালে প্রয়াত হন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৯ বছর। ১৯৯৩ সালে তিনি পার্টি সদস্যপদ লাভ করেন। আশীর দশক থেকে তিনি কলোনি আন্দোলনে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশক থেকে ৩৫ নম্বর ওয়ার্ডে সম্পাদকের দায়িত্ব দীর্ঘদিন পালন করেছেন। এরিয়া কমিটির সম্পাদক তরুণ রায়, জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক তাঁর মরদেহ রক্তপতাকায় ঢেকে দিয়ে শ্রদ্ধা জানান।

কেতুগ্রামে পালিটায় ধর্মধটের সমর্থনে দেওয়াল লিখন চলছে।
