দেশ রাজ্য

আনন্দ পট্টবর্ধনের নির্মিত তথ্যচিত্র ‘রাম কে নাম’-দেখাতে দিল না প্রেসিডেন্সি।


রঘুনাথ ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:২৭শে আগস্ট:-প্রগতিশীল আনন্দ পট্টবর্ধনের সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয় পূরস্কারপ্রাপ্ত ছবি ১৯৯২ সালের তথ্যচিত্র ‘ রাম কে নাম ‘ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে কলকাতায় বহুবার। বলার অবকাশ নেই, এই তথ্যচিত্রটি জনসাধারণের কাছে সমাদৃত। এযাবৎ কোনো আপত্তির কথা শোনা যায় নি।ইদানিং এই ছবির প্রদর্শনী ঘিরে হায়দ্রাবাদে কিছু অশান্তির কথা খবরে আসে। এর প্রতিবাদে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করেন । প্রেসিডেন্সির আচার্য্য জগদীশচন্দ্র বসু অডিটোরিয়ামে এই প্রদর্শনী হবে এই রকম স্থির করা হয়।
এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়। কিন্তু খবরে প্রকাশ যে সেই অনুমতি না দেয়ায় ওই প্রদর্শনী করা যায় নি বিশ্ব-বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করায়।মানবাধিকার সংগঠন এপিডি আরের প্রতিনিধি ছবিটি দেখানোর দাবি তুলে বলেছেন, এই পদক্ষেপ
সাম্প্রদায়িকতাকেই প্রশ্রয় দেবে এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।