রাজ্য

নদীয়া জেলা কিশোর বাহিনীর উদ্যোগে অঞ্জনা নদী বাঁচাও পদযাত্রা।


দীপক রায়: চিন্তন নিউজ :২৭শে আগস্ট:–দুই দিন ধরে কিশোর বাহিনীর উদ্যোগে অঞ্জনা নদী বাঁচাও পদযাত্রা শেষ হল নদীয়ায়।
গত ২৪-২৫ আগস্ট দুই দিন ধরে কিশোর বাহিনীর উদ্যোগে অঞ্জনা নদী বাঁচাও পদযাত্রা শেষ হল। শুরু হয়েছিল রানাঘাটের ব্যাসপুর গ্রামে চূর্ণি অঞ্জনার মিলনস্থল থেকে। ৩৪ কিমি পথ পেরিয়ে শেষ হল কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে জলঙ্গী অঞ্জনার সূচনাস্থলে।
রাজ্যের বিভিন্ন জেলা ও নদীয়া জেলার দেড়শ কিশোর সংগঠক, পরিবেশ কর্মী দুই দিনের এই পদযাত্রাতে সামিল হয়েছিলেন। বর্নাঢ্য উদবোধনী অনুষ্ঠানের পর নদীপাড়ের গ্রামগুলিতে উষ্ণ অভ্যর্থনা ও নাচ গানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম দিনের পদযাত্রা শেষ হয়।
পদযাত্রীরা দোগাছি গ্রামে আয়োজিত সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। নাচ গান বিজ্ঞানের প্রদর্শনী ও বক্তব্যে নদী বাঁচানোর আহবান জানানো হয়।
দ্বিতীয় দিন সকালে আবার পথচলা শুরু হয়। অংশ নেন অভিনেতা উৎপল ঘোষ। কৃষ্ণনগর শহরে একাধিক অনুষ্ঠান ও রাখীবন্ধন অনুষ্ঠান হয় পদযাত্রীদের নিয়ে। অবশেষে সমাপ্তি অনুষ্ঠান হয় নগেন্দ্রনগরে। দাবী ওঠে, পরিবেশ ও জীবন রক্ষায় অঞ্জনা নদীকে সংস্কার করতে হবে প্রশাসনকে।

কিশোর বাহিনীর সদস্যরা
কিশোর বাহিনী নদীয়া জেলার সংগঠক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।