জেলা

সাইক্লোন আমফান এ ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও সেভাবে নামতে পারেনি প্রশাসন।


সরোজ দাস: চিন্তন নিউজ:২২শে মে :- ঘূর্ণিঝড় আমফানকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার দাবি বামেদের, যথারীতি গুরুত্ব না বুঝে মমতার নৈঃশব্দ্য। ত্রাণ ও পুনর্গঠনের কাজে এখনও সেভাবে নামতে পারেনি প্রশাসন। যোগাযোগ বিচ্ছিন্ন জেলাগুলোর সঙ্গে। আগাম সতর্কতার কারণে মৃত্যুর সংখ্যা কম হ’লেও ক্ষয়ক্ষতি মারাত্মক।

হাওড়ার বালি দেওয়ানগাজী অঞ্চলে ৩ দিন যাবৎ বিদ্যুৎ ও পানীয় জল মিলছে না কোথাও। বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত। বিদ্যুৎ পর্ষদ মেরামত করে উঠতে পারেনি, ফোন করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও পথ অবরোধ‌।

বেলুড় ছোট গেট পানিটাঙ্কি এলাকারও এক অবস্থা। স্থানীয় প্রশাসন উধাও। ভোটের সময় সদাব্যস্ত শাসকদলের কর্মী নেতারা ঘরবন্দি, ব্যস্ত লুটের বখরায়, চালচুরিতে। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে এলাকায় বিক্ষোভে সামিল সাধারণ মানুষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।