জেলা

“আবার কাদে কে ফেরাতে হবে”


মিতা দত্ত: চিন্তন নিউজ:২০শে এপ্রিল:– মুর্শিদাবাদ জেলার একটি প্রত্যন্ত গ্রাম চরশুনিয়াপুর। ভাগীরথী ঘেঁষা গ্রামটির অধিকাংশ মানুয দারিদ্র্যসীমার নীচে বাস করে ।এদের কথায় , “এগে(পড়ুন আগে) ভালোই ছিলো, এখন ক্যামন সব হয়ে যাছে।”(এখন কেমন সব হয়ে যাচ্ছে)। এলাকাটি এখন বিজেমূলের দখলে। প্রধান তৃণমূলের এবং মেম্বার বিজেপির ।

আজ সেখানেই জনগণের সান্নিধ্য পেতে গিয়েছিলেন নবগ্রাম বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী কৃপালিনী ঘোষ ।

অনেকের বক্তব্য ভোটের সময় আসে তারপর মেম্বার প্রধান একটা কাজ করে না। কৃপালিনী ও তাঁর দলীয় কর্মীরা সকলে বোঝালেন আমরা ঐ দলের নই। আমরা কারা বলা হলে ওটাই বলল , “আবার কাদে কে ফেরাতে হবে”। শেষে ইনক্লাব জিন্দাবাদ ধ্বনি দিয়ে এলাকার মানুষের ভালোবাসা নিয়ে ফেরা হলো – আবার আসার প্রতিশ্রুতি দিয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।