জেলা রাজ্য

মানুষের রান্নাঘরেও মূল্যবৃদ্ধির আঁচ , এর প্রতিবাদে পথসভা


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৮শে জুন:– আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেয়ে তলানিতে চলে গেলেও ‘আচ্ছে দিনের’ কল্যাণে বিগত ২১ দিন ধরে বেড়েই চলেছে ডিজেল পেট্রোলের দাম। পেট্রোপণ্যের দামবৃদ্ধি প্রভাব ফেলেছে গণপরিবহন ব্যবস্থা ও কৃষিক্ষেত্রে। কলকাতায় পেট্রোলের বর্তমান দাম লিটার প্রতি ৮২ টাকা ৫ পয়সা এবং জনতার জ্বালানি ডিজেলের দাম ৭৫ টাকা ৫২ পয়সা। এই দামবৃদ্ধির কল্যাণে সবজি বাজার সহ সাধারণ মানুষের রান্নাঘরেও বিপদের আঁচ!

আজ সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটি সাঁতরাগাছি স্টেশনের কাছে চৌরঙ্গীবাজার মোড়ে পথসভার আয়োজন করে। বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সমীর সাহা, কমরেড সুমিত্র অধিকারী এবং কমরেড সুকুমার ব্যানার্জী। পথচলতি মানুষের অংশগ্রহণ, কথাবার্তা পথসভাটিকে সফল করে তোলে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।