রাজ্য

প্রসঙ্গ-শিশু মৃত্যু মিছিল, নিশ্চুপ রাজ্য প্রশাসন


ডা:স্বপ্না চট্টরাজ:চিন্তন নিউজ:২৪শে অক্টোবর:- সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই মূলত জলপাইগুড়ি জেলা থেকে শুরু হলেও পরবর্তীকালে উত্তর বঙ্গের শিলিগুড়ি, কার্শিয়াং, কালিম্পং, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ বঙ্গের বর্ধমানে একের পর এক শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জ্বর, শ্বাস কষ্ট, পেটের অসুখ ইত্যাদি উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। শুধু সরকারি হাসপাতাল নয় বেসরকারি হাসপাতাল , নার্সিং হোম গুলিতেও অসুস্থ শিশুদের নিয়ে মা বাবারা ভর্তির লাইনে দাঁড়িয়েছেন। অভিভাবকদের মধ্যে আতঙ্ক, শিশুদের হারানোর ভয়। একের পর এক শিশু মৃত্যু। হাসপাতাল চত্বরে বুক ফাটা আর্তনাদ মা বাবা আত্মীয় স্বজনদের। চিকিৎসকরা বলছেন ” এপিডেমিক “হয়ে গেছে। এর পরেও রাজ্য প্রশাসন নির্বিকার, উদাসীন। শিশু মৃত্যুর তালিকা বাড়লেও প্রকৃত তথ্য গোপনের চেষ্টা স্বাস্থ্য দপ্তর চালিয়ে যাচ্ছে। জ্বর , শ্বাস কষ্ট, পেটের অসুখে মারা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মায়েদের অপুষ্টির জন্য কম ওজনের শিশু জন্মগ্রহণ করছে এবং জন্মের পর নানা শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। একথা ঠিক যে অপুষ্টি জনিত কারণে আমাদের দেশের পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার বেশি। তার সাথে আরো একটি কথা উল্লেখ করা জরুরি সেটা হল আমাদের দেশের স্বাস্থ্য পরিকাঠামোর ঘাটতি। কিন্তু বর্তমানে যে সমস্যা নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মারা যাচ্ছে তার কোনো সঠিক কারণ হাসপাতাল থেকে বলা হচ্ছে না। এক এক সময়ে এক এক রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে। রাজ্য প্রশাসনের উদাসীনতা, স্বাস্থ্য কর্তাদের নীরবতা আর কতদিন চলবে? শিশু বিশেষজ্ঞদের দিয়ে অনুসন্ধান করানো এবার জরুরি হয়ে পরেছে। একই উপসর্গে এত শিশু মৃত্যুর কারণ কি❓ এটা কি সত্যিই অজানা জ্বর, মরশুম পরিবর্তনের জন্য হচ্ছে, অপুষ্টি জনিত মৃত্যু নাকি অন্য কোন সংক্রমণ। কি বলছেন আমাদের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।