বিপ্লব সেন: চিন্তন নিউজ:২৭শে এপ্রিল:-উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ( এ বি টি এ) এর পক্ষ থেকে লকডাউনে রুজিহারা গৃহবন্দী দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
সেইসব মানুষদের খাদ্য সামগ্রী জোগানের জন্য সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পালের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিপুল মৈত্র।