চৈতালী নন্দী:চিন্তন নিউজ:১৭ই নভেম্বর:–আজ ১৭ই নভেম্বর বিকেল ৪ টের সময় সবুজের অভিযান ও পরিবেশ এ্যাকাডেমী চন্দননগরএর আহ্বানে আয়োজিত হয় একটি নাগরিক কনভেনশন।
দীর্ঘদিন ধরেই চন্দননগর ও পার্শ্ববর্তী অঞ্চলের পাট শিল্পগুলি দূর্বল থেকে দূর্বলতর হচ্ছে। কেন্দ্র ও বর্তমান রাজ্যসরকারের ভ্রান্ত নীতিই এর কারন। দীর্ঘদিন ধরেই পাটশিল্পের উন্নয়ন ও জুটমিল গুলি খোলার দাবিতে শ্রমিকরা এবং নাগরিক সমাজ আন্দোলন করে যাচ্ছে এছাড়াও তাদের একগুচ্ছ দাবীদাওয়াও রয়েছে।
আজকের কনভেনশনে বক্তব্য রাখেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও বিজ্ঞানী শুভ্র মুখোপাধ্যায়, প্রাক্তন সিপিএম বিধায়ক রতন বন্দোপাধ্যায়
শ্রমিক নেতা প্রফুল্ল চক্রবর্তী প্রমুখ। সভাটি পরিচালনা করেন পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। বিশিষ্ঠ নাগরিকদের মধ্যে ছিলেন কুনাল সেন,শঙ্কর কুশারী মহাশয় প্রমুখ ব্যাক্তি।
চন্দননগরের চার্চ রোডে শহীদ মাখনলালের মূর্তির পাশে অনুষ্ঠিত হওয়া এই গন কনভেনশনে উপস্থিত ছিলেন দুই শতাধিক নাগরিক ও জুটমিল শ্রমিকরা।কনভেনশনের অন্তিম লগ্নে একটি মিছিল সভাস্থল থেকে রওনা দিয়ে পৌছয় সবুজের অভিযান প্রাঙ্গণে। সেখানে বন্ধ জুটমিল শ্রমিকদের মধ্যে দেড হাজার কেজি চাল ও শ্রমিক পরিবারভুক্ত ২০০ জন ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।এই উদ্দেশ্যে অর্থ সাহায্য করেছে শহরের কয়েকটি দুর্গা ও জগদ্ধাত্রী পূজা কমিটি ও সমাজদরদী নাগরিকগণ।
এই অনুষ্ঠানে পাটশিল্পের পুনরুজ্জীবনের সমর্থনে বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়।এই সভা থেকে কাশ্মীরে নিহত পরিযায়ী শ্রমিকদের ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিহত সাধারণ মানুষের সমর্থনে শোক প্রস্তাব পাঠ করা হয়।