জেলা রাজ্য

আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের আবেদন করার ফর্মপূরণে সহায়তার হাত বাড়ালো সিপিআই(এম) এর নেতা; কর্মীরা


সুদীপ্ত সরকার: চিন্তন নিউজ:২৮শে জুন:- আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের আবেদন করার জন্য গত ২৬ শে জুন থেকে জাঙ্গীপাড়া বি.ডি.ও. অফিসে ফর্ম দেওয়া শুরু হয়৷ ২৭ ও ২৮ তারিখ তথ্যসহ সেই ফর্ম জমা শুরু হয়৷ ২৬ তারিখ থেকে সিপিআই(এম) পার্টি কর্মীরা পালা করে কেন্দ্রীয় পার্টি কার্য্যালয়ে উপস্থিত থেকে ফর্ম ফিলাপ করতে সাহায্য করেন৷

আজ সকাল ৭টা থেকে ফর্ম তোলার জন্য বি.ডি.ও. অফিসের গেটে বিশাল লাইন পড়ে৷ অফিস খোলার পর হঠাৎ ফর্ম দেওয়া স্থগিত থাকছে ঘোষনা হয়৷ মানুষ ক্ষোভে ফেটে পড়েন৷ দলে দলে মানুষ সিপিআই(এম) পার্টি অফিসে হাজির হন৷ পার্টি কর্মীরা বি.ডি.ও সাহেবের সাথে যোগাযোগ করলে উনি কথা বলতে চাননি৷ সিপিআই(এম) এর সুদীপ্ত ঘোষ, নারায়ন কোলে, কাশীনাথ হাজরা, রাজকুমার ঘোষ, গণেশ পালের নেতৃত্বে উপস্থিত পার্টিকর্মী ও ফর্ম তুলতে আসা সাধারন মানুষকে নিয়ে বি.ডি.ও. অফিসের গেটে শুরু হয় বিক্ষোভ৷ থানা থেকে বড়বাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী উপস্থিত হয়৷ বড়বাবু, সুদীপ্ত ঘোষ ও নারায়ন কোলেকে নিয়ে বি.ডি.ও. সাহেবের কাছে নিয়ে গেলে আলোচনা শুরু হয়৷

১লা জুলাই সর্বদলীয় সভার পর আর একদিন ফর্ম দেওয়ার দিন ধার্য্য হবে বি.ডি.ও সাহেব ও বড়বাবুর এই আশ্বাসে অবস্থান বিক্ষোভ শেষ করা হয়৷ সাধারন মানুষ আজকের বিক্ষোভ কর্মসুচীতে স্বতস্ফূর্ত ভাবে লাল ঝান্ডা কাঁধে নিয়ে হাজির ছিল৷

;


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।