জেলা রাজ্য

শিশু দিবসের দাবী সম্বলিত পোস্টার নিয়ে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালনে,AIDWA ,


কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:২রা জুন:-১৯৫০ সালের ১ লা জুন রাষ্ট্রসংঘের স্বীকৃতির পর থেকে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রতি বছরই এই দিন শিশুদের নিয়ে নানা কর্মসূচি গ্রহণ করে। এই বছরেও লকডাউনের কারণে ভিন্নতর পরিস্থিতিতে সাধ্যমত পৌঁছে গেছে সাধারণ শিশুদের মধ্যে যারা দীর্ঘদিন তালাবন্দির একঘেয়েমির মধ্যে আছে। সর্বত্র চেষ্টা চলেছে একটু আনন্দের ছোঁয়া দিতে মনখারাপের গুমোট কাটিয়ে।

হাওড়া জেলার সর্বত্র উৎসাহের সঙ্গে নিয়ম মেনেই পালন করা হয়েছে দিনটিকে।
জেলার ১৬টি আঞ্চলিকের ২৮টি স্থানে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কর্মসূচি ৷ মোট ১৩৪৪ জন শিশুকে খাবার প্যাকেট ( কেক, বিস্কুট, ডিম, চকলেট, মিস্টি), খেলনা (সর্বত্র নয়) দেওয়া হয় ৷ কোথাও আলোচনাসভা হয়, আবার কোথাও শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করে ৷ সর্বত্রবাম গণতান্ত্রিক সংগঠনের মহিলারা শিশু দিবসের দাবী সম্বলিত পোস্টার নিয়ে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।