জেলা

হাথরাস কান্ডের প্রতিবাদে আসানসোল গণনাট্য সংঘ ও লেখক শিল্পী সংঘ



মাধবী ঘোষ: চিন্তন নিউজ:৮ই অক্টোবর:-
“মুছে যাক গ্লানি , ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা”—-

কোথায় গেল দুর্গা বাহিনী ? কেন দিকে দিকে মেয়েরা ধর্ষিতা ?যোগীরাজে একদল উচ্চবর্ণের বর্বরদের দ্বারা ধর্ষিত হয়ে মৃত্যু হয় দলিত মনীষার .. প্রতিবাদে ধিক্কার জানাই আসানসোল গণনাট্য সংঘ ও লেখক শিল্পী সংঘ।

অতিমারীর সময়কালে কর্মহীন শিল্পীদের অনুদানের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি। দুঃস্থ শিল্পীদের দাবি নিয়ে শিল্পী সাহিত্যিকরা আজ পথে।আসানসোল গণনাট্য সংঘ ও লেখক শিল্পী সংঘ এবং আসানসোলের সমস্ত কলাকুশলীরা প্রতিবাদে সামিল হলেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।