জেলা রাজ্য

কমিউনিটি কিচেনের শেষ দিনে এক অভিনব উদ্যোগ


মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ:১লা জুন:- মেডিকেল মোড় বাম ছাত্র যুবদের ব্যবস্থাপনায় লকডাউনের আবহে ১৮ দিন ধরে যে কমিউনিটি কিচেন চলছিল তার শেষ দিনে যুবরা এক অভিনব উদ্দ্যোগ গ্রহন করে. তারা জনগনের বাজারের মাধ্যমে ২০০জন প্রান্তিক মানুষদের হাতে চাল, ডাল, সবজি সহ প্রায় ২০ রকমের আনাজ তুলে দিয়েছে. বিনা পয়সাতে তা পেয়ে প্রান্তিক মানুষরা খুব খুশি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পুরো নিগমের মেয়র অশোক ভট্টাচার্য, মহাকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার, জেলা নেতৃত্ব শংকর ঘোষ, পার্থ মৈত্র, যুব ফেডারেশনের পক্ষে সৌরাশীষ রায়, মীরা রায়, তাপস সরকার, সুকান্ত ঘোষ, অমিয় সাহা, নীলাদ্রি দেব, শুভায়ু বসাক, ছাত্র নেতা রিক, অনিকেত প্রমূখ.


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।