জেলা রাজ্য

করোনা ও আমফানে মানুষ যখন দিশেহারা, সেই সময় প্রগতিশীল , মানবদরদী সংগঠনগুলোই বাড়িয়ে দিয়েছে সাহায‍্যের হাত।


জয়দেব নিয়োগী:চিন্তন নিউজ:১লা জুন:- মহামারীর সঙ্গে আম্ফানের মতো প্রাকৃতিক দূর্যোগে মানুষ যখন দিশেহারা, সেই সময় প্রগতিশীল , মানবদরদী সংগঠনগুলোই বাড়িয়ে দিয়েছে সাহায‍্যের হাত। চুঁচুড়া আমরা কয়েকজন সুইমিং ক্লাব এবং চুঁচুড়া সেন্স সোসাইটির উদ‍্যোগে ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে লকডাউন শুরু হবার পর থেকেই গত ৩.৪.২০ থেকে ৩১.৫.২৯ পর্যন্ত প্রায় দুমাস ধরে একভাবে চলছে মানুষকে ত্রাণ দেবার কাজ। এযাবৎ কাল পর্যন্ত ২০১০ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী। এর মধ‍্যে রয়েছে হুগলি জেলার বিভিন্ন অঞ্চল, পোলবা আমনান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতগেড়ে গ্রাম, চুঁচুড়া র বিভিন্ন বস্তি এলাকা, সিংগীবাগান, সূয়াখাল ,ধারাপাড়া, ধরমপুর এলাকা ছাড়াও রয়েছে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম। যেসব এলাকার মানুষরা রেশন পায়নি অথবা রেশন কার্ড নেই অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই সব অঞ্চল গুলি কে। ত্রাণসামগ্রী হিসেবে শুধুমাত্র খাদ‍্যদ্রব‍্য নয়, দেওয়া হয়েছে ওষুধ পত্র ,বইখাতাও। করা হয়েছে রক্তদান শিবিরও।
আগামী ৪.৬.২০ থেকে এক নতুন পথে যাত্রা শুরু করছে এই সংগঠন দুটি। চালু হতে চলেছে কমিউনিটি কিচেন। যাতে প্রতিদিন ২০০ জন অভুক্ত মানুষের খাবারের ব‍্যবস্থা করার উদ‍্যোগ নেওয়া হচ্ছে। এর জন‍্যে প্রয়োজন প্রভূত অর্থ ও সাধারণ মানুষের সহযোগিতা। উদ্যোক্তাদের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সাহায্য পেতে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।