রাজ্য

আন্তর্জাতিক শিশু দিবসে গৃহবন্দী, দুঃস্থ শিশু ও তার মায়েদের হাতে তুলে দেওয়া হ’ল প্রয়োজনীয় খাদ্যসামগ্রী:


কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:-আজ আন্তর্জাতিক শিশুদিবস। ১৯৫০ সালের ১ লা জুন স্বীকৃতি লাভ করে এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রতিবছর দিনটি পালন করে থাকে। ২০২০ সালের শিশুদিবসের আবহ একেবারেই অন্যরকম। ভারতে পাঁচ বছরের নীচে শিশু মৃত্যুর হার ৬৯%। বিশ্বের শীর্ষে আছে আমার দেশ। প্রতি ৬ জনের মধ্যে১ জন কন্যাসন্তান জন্মের ১৫ দিনের মধ্যে মারা যায়। মাত্র ৫০% শিশু বিদ্যালয়ের আঙিনায় যাওয়ার সুযোগ পায়।

১৯৮৬ সালে শিশুশ্রম বন্ধে আইন পাশ হলেও তা খাতায় কলমে। বর্তমানে ভারতে শিশু শ্রমিকের সংখ্যা তিন কোটি তিরিশ লক্ষ। বাল্যবিবাহ নিষিদ্ধ হলেও গ্ৰামবাংলায় তা চলছে অবাধে।

২৫ শে মার্চ লকডাউনের শুরু থেকে শিশুরা গৃহবন্দী। তাদের মধ্যে বেড়েছে বিরক্তি, একঘেয়েমি। রাজাবাজার অঞ্চলের এক বৃহৎ অংশের মানুষের রোজগার খুবই সীমিত, লকডাউনের কারণে দারিদ্র্যতা বৃদ্ধি পেয়েছে। আজ সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এরকম বেশ কিছু পরিবারের মা এবং শিশুদের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। হাজির ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কমরেড কনীনিকা ঘোষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।